খারাপ ফর্মে থাকা যুবরাজ, ধোনিকে নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি যা বললেন তা শুনলে ... 1

মুম্বই: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। বুধবারই দেশের মাটি ছাড়ে বিরাট কোহলির দল। গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও ট্রফি নিয়েই ঘরে ফিরতে মরিয়া তাঁরা। এ দিন বিমানে ওঠার আগে সেই কথাই জানিয়ে দিয়ে গেলেন ভারত অধিনায়ক।

ভারতীয় দলে এবার নতুন সহ অধিনায়ক হলেন কে দেখে নিন!

২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। এবারও অবশ্য দলে রয়েছেন মাহি। তবে এবার অধিনায়ক হিসেবে নন, শুধুমাত্র উইকেটরক্ষক-অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার সদস্য তিনি। শুধু ধোনি নন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে মাঠে নামতে চলেছেন আরেক সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিং। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে অভিজ্ঞ এই বাঁ হাতি ব্যাটসম্যানটি। বিরাট মনে করছেন এই দুই ক্রিকেটার হলেন ভারতীয় দলের দু্ই স্তম্ভ, সম্পদও বটে।

ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান অধিনায়ক মনে করছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দু’জন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। তিনি নিজে ছাড়া মাহি ও যুবি’র ওপর সব থেকে বেশি চাপ থাকবে বলে মত বিরাটের। এর পাশাপাশি এই দু’জনকে কেদার যাদবের মতো জুনিয়র ক্রিকেটারের ওপর থেকে চাপ কমানোর দায়িত্ব নিতে হবে। বিরাট বলেন, “এরা এমন দু’জন প্লেয়ার যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। মিডল অর্ডারে এদের স্বাধীনতা দেওয়া হলে এরাই সবার সেরা। দলে এরাই দু’জন সব থেকে সিনিয়র। ম্যাচ কিভাবে জেতাতে হয় তা এদের থেকে ভাল কেউ জানে না।”

বিরাট এরপর আরও যোগ করেন, “শেষ সিরিজে এই দুই ক্রিকেটারই একে অন্যের সঙ্গে দারুণ ব্যাট করেছে। ধোনি ও যুবরাজকে একসঙ্গে ব্যাট করতে দেখলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। এরা দুজন হল দলের স্তম্ভ। ফর্মে থাকলে দলের জন্য সেটা খুব ভাল হবে।” ইংল্যান্ডের মাটিতে নিজেদের সেরাটা দিতেই হবে যুবরাজ ও ধোনিকে। তাঁরা ফর্মে থাকলে ভারতীয় দলও ছন্দে থাকবে। উল্টোদিকে, ব্যর্থ হলে চাপে পড়ে যাবে বিরাট কোহলির দল।

মাঠের বাইরে বিরাট, তবুও তাঁর নামের পাশে ২৮০ স্কোর !

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *