ভারতীয় দলে এবার নতুন সহ অধিনায়ক হলেন কে দেখে নিন! 1

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে রোহিত শর্মাকে। হ্যাঁ, যা খবর তাতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক পদটি পেত্যে পারেন এই ডানহাতি ব্যাটসম্যানটি। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এই বিষয়ে কোন সিদ্ধান্ত না নিলেও, একটি সংবাদমাধ্যম জানিয়ে দিচ্ছে যে বিরটের ডেপুটি হতে পারেন সদ্য মুম্বই ইন্ডিয়ান্সকে তৃতীয় আইপিএলের ট্রফি দেওয়া রোহিত।

জোর ধাক্কা, ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের বাইরে এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানটি !

এই মুহূর্তে গোটা দেশ রোহিত বন্দনায় ব্যস্ত। যেভাবে গোটা আইপিএল জুড়ে তিনি মুম্বইকে নেত্যৃত্ব দিয়েছেন তাতে মুগ্ধ সবাই। ফাইনালে মাত্র ১২৯ রান করেও পুণের বিরুদ্ধে ১ রানের জয় পেয়ে আইপিএল সেরার ট্রফি তুলে নিয়েছে নীতা আম্বানির দল। তাই নির্বাচকরা এন তাঁর কাঁধে সহঅধিনায়কত্বের দায়িত্ব দিতে চাইছেন বলে শোনা যাচ্ছে। বোর্ডের এক সুত্রের বর অনুযায়ী এই পদে রোহিতের নাম একপ্রকার ঠিক করাই হয়ে গিয়েছে। তবে একমাত্র প্রয়োজন পড়লে তবেই তাঁর নাম ঘোষণা করা হবে।

বিসিসিআইয়ের সেই সুত্র বলেন, ‘নির্বাচকরা এন সহঅধিনায়কের নাম ঘোষণা করেননি। তবে তারা একজনকে এই পদের জন্য বেছে নিয়েছেন। প্রয়োজন পড়লে তবেই তার নাম বলা হবে।’ উল্লেখ্য, এর আগেই রোহিত জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হওয়ার সুযোগ এলে তিনি লুফে নেবেন।এই বিষয়ে মুম্বই অধিনায়ক বলেছিলেন, ‘এটা অনেক দূরের ব্যাপার, তাই চিন্তা করি না। তবে এমন সুযোগ যদি কখনও আসে তাহলে আমি সেটা লুফে নেব।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শিখর ধাওয়ানকে কী বললেন গৌতম গম্ভীর!

এ দিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে থাকবেন প্রধান নির্বাক এমএসকে প্রসাদ ও দেবাং গান্ধী। আরেক নির্বাচক শরনদীপ সিং অবশ্য সেই সবয় দেশেই থাকতে চলেছেন। সুত্রের কথায়, নির্বাচকরা সব সময়ই একটি রিজার্ভ দল তৈরি করে রাখে যা আগে থেকে ঘোষণা করা হয় না। এবার চ্যাম্পয়ন্স ট্রফির আগে অবশ্য পাঁচজনের রিজার্ভ দলের কথা জানিয়ে দেওয়া হয়। সুত্র বলেন, ‘নাম ঘোষণা করা না হলেও নির্বাচকরা একটা রিজার্ভ দল বেছে রাখেন। তবে এবার বিসিসিআই তাঁদের নাম ঘোষণা করতে নির্দেশ দেয়।’  

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *