সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে হঠাৎ করে কী বলে দিলেন গৌতম গম্ভীর! 1

বেঙ্গালুরু: এবার যেভাবে কলকাতা নাইটরাইডার্স আইপিএল অভিযান শুরু করেছিল, তাতে মনে হয়েছিল লিগ টেবিলে প্রথম দুটি দলের মধ্যেই শেষ করবে তারা। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। চলি আইপিএলে লিগের লড়াইয়ে চার নম্বরে থেকে প্লে অফে যায় শাহরুখ খানের দল। এলিমিনেটর ম্যাচে তারা মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের। আর সেই ম্যাচে কলকাতাক আগুনে ফর্মে দেখা যায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে যাওয়ার এই বৃষ্টিস্নাত ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গৌতম গম্ভীররা ৭ উইকেটে জয় তুলে নেয়।

বুধবারের এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করে হায়দরাবাদকে ১২৮ রানের মধ্যেই বেঁধে দেয় নাইট বাহিনী। এ দিন ডেভিড ওয়ার্নারদের কখনই হাত খুলে খেলতে দেননি কলকাতার বোলিং ব্যাটারি। কুল্টার নাইল চার ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের ব্যাটিং ভিত নড়িয়ে দেন। তবে বেঙ্গালুরুতে বৃষ্টি নামায় মনে হচ্ছথিল, বোলারদের সব প্রচেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে। আসলে বৃষ্টির জন্য ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেলে ছিটকে যেত কলকাতা। তবে সেই আশঙ্কাকে দূরে ঠেলে দিয়ে তিন ঘন্টা পর ফের ম্যাচ শুরু হয়।

ডাকওয়ার্থ-লুইসে শেষ পর্যন্ত এই ম্যাচ জিততে কলকাতার টার্গেট হয় ৬ ওভারে ৪৮। এর মধ্যে দু’বারে ১২ রানের মথায় তিনটি উইকেট খুইয়ে ফেলে তারা। তবে অধিনায়ক গৌতম গম্ভীরের ১৯ বলে ৩২ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় কিং খানের দল।

এ দিনের এই জয়ের পর টুইটারের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন গম্ভীর। শেষ পাঁচের মধ্যে চারটিতে হেরে একটা সময় শেষ চার অনিশ্চিত হয়ে যায় কেকেআরের। এরপর এলিমিনেটর ম্যাচেও বৃষ্টির প্রকোপ। তবে শেষ পর্যন্ত কেকেআরের জন্য সব কিছু ভালই হয়েছে। গম্ভীর চাইছেন এই ভাল ভাগ্যটা যেন ফাইনাল পর্যন্ত চলে। সেই ইঙ্গিত দিয়েই নাইট অধিনায়ক টুইট করে লেখেন, ‘এই ম্যাচটার আগে শেষ পাঁচটি ম্যাচের আগে চারটিতে হার। মনে হয় এই ম্যাচের সময় স্ক্রিপ্টরাইটার কার্টরিজে কালি ভারাচ্ছিলেন। আশা করছি এটা ফাইনাল পর্যন্ত চলবে।’ এরই সঙ্গে চিন্নাস্বামীর মাঠের ড্রেনেজ সিস্টেমের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘মাঠের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক রাখার জন্য কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *