অবশেষে পান্ডিয়া ভাইদের মধ্যে বিবাদের আসল কারণ তুলে ধরলেন মুম্বই ইন্ডিয়ান্স নেতা রোহিত শর্মা 1

মুম্বই ইন্ডিয়ান্সে খেলা দুই ভাই হার্দিক এবং ক্রুনাল পান্ডিয়ার সোশ্যাল নেটওয়ার্ক সাইটের লড়াইয়ে এবার যোগ দিলেন সে দলেরই অধিনায়ক রোহিত শর্মা। যাবতীয় ঘটনাকে তিনি একটা মজার রূপ দিয়ে দুই ভাইয়ের মধ্যে হওয়া ঝামেলাকে মেটানোর চেষ্টা করলেন। পাশাপাশি নিজের মতো করে হার্দিক এবং ক্রুনালের বিবাদের কারণ সবার সামনে তুলে ধরে তার সমাধানও বতলে দিলেন মুম্বই ইন্ডিয়ান্স নেতা রোহিত্ই।

গত শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হওয়া ম্যাচের পর পান্ডিয়া ভাইয়ের মধ্যে নাকি মন কষাকষি হয়েছিল। যার ফলে তার ঠিক পরের দিন সকালে হার্দিক পান্ডিয়া একটা ট্যুইট করে লেখেন, ‘মাঝে মধ্যে আপনার জীবনে যে সব মানুষ খুব কাছে থাকেন, তাঁরা সবচেয়ে বেশি কষ্ট দেয়। এটা ঠিক হয়নি দাদা।’

এর জবাবে বড় দাদা ক্রুনাল পান্ডিয়া রিট্যুইট করে লেখেন, ‘এটা প্রথম থেকে হওয়া উচিত ছিল না। আমি তোমার বড় দাদা, এটা জেনে নাও। বিষয়টা আর বাড়িয়ো না।’

পান্ডিয়া ভাইদের এই ঝামেলা তখনই মাত্রা পায়, যখন ভারতের প্রাক্তন মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ তাঁদের উদ্দেশ্যে একটি ট্যুইট করে বসেন। তিনি নিজের ট্যুইটে লেখেন, ‘মনে হচ্ছে, দাদা কিংবা বাবা নয়, এখন সবচেয়ে বড় টাকা। এই বিষয়টাকে খুববেশি গুরুত্ব দিয়ে ফেলেছো বুঝি। নিজেদের মধ্যে আর লড়াই করো না।’

 

এত সবের মধ্যেও ক্রিকেটভক্তরা কিন্তু বুঝে উঠতে পারছিলেন না যে দুই ভাইয়ের মধ্যে আসলে কি নিয়ে ঝামেলা হয়েছিল? কেনই বা তারা এভাবে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন? মঙ্গলবার পুণেতে এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাইজিং পুণে সুপার জায়েন্ট। এ ম্যাচে যে দল জয় পাবে, তারা সরাসরি আইপিএল ১০-এর ফাইনালে চলে যাবে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা মেটানোর উদ্যোগ নিলেন খোদ দলনায়ক রোহিত শর্মা।

নিজেদের ক্রিকেট ভক্তদের মনে থাকা প্রশ্নের উত্তর দিয়ে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পান্ডিয়া ভাইদের উদ্দেশ্যে রোহিত শর্মা লেখেন, ‘বিল পেমেন্ট যেন তোমাদের দু’জনের মধ্যে সংঘাতের কারণ না হয়ে দাঁড়ায়। স্মার্ট হও, দু’জনের মধ্যে বিলটা ভাগ করে নাও। দরকার পড়লে ‘সিটরাস পে’-এর মাধ্যমে এই বিলটা পেমেন্ট করো।’

উল্লেখ্য, সিটরাস পে-হল এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুততম গতিতে বেড়ে চলা আর্থিক প্রযুক্তি সংস্থা। যার মাধ্যমে অনলাইনে যেকোনও দ্রবের বিল সহজে মেটানো যায়। এর মাধ্যমে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা  অবশ্য স্পষ্ট  ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, এই রহস্যময় ট্যুইটগুলি কেবলমাত্র বিজ্ঞাপনের উদ্দেশ্যেই পোস্ট করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *