মনে মনে ধোনির প্রতি এমন ধারণা স্টিভ স্মিথের! সত্যিই অবাক হতে হয়... 1

পুণে: মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করলেন রাইজিং পুণে সুপারজায়েন্টস অধিনায়ক স্টিভ স্মিথ। মাঠে মাহির নেতৃত্ব দেওয়ার ক্যারিশমায় মুগ্ধ হয়ে গিয়েছেন। আইপিএলে নিজেদের প্রথম বছরে ধোনির অধিনায়কত্বে লিগ তালিকার সাত নম্বরে শেষ করে পুণে দল। তাই এবার এমএস’কে সরিয়ে পুণে ব্রিগেডের অধিনায়ক করে দেওয়া হয় স্টিভ স্মিথকে। এবার অবশ্য ভালো জায়গায় রয়েছে রাইজিং পুণে। আর অধিনায়কত্ব হারিয়েও ‘ক্যাপ্টেন কুল’ যেভাবে মাঠে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাতে মুগ্ধ দলের অধিনায়ক স্মিথ। তিনি মনে করছেন, এবারের পুণের সাফল্যের অন্যতম বড় কারণই হল ধোনির এই পারফরমেন্স।

ভিডিও – চোখের পলক ফেলার আগেই, ধোনি উইকেট ভেঙ্গে দিলেন! দেখে নিন

অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের চোখে ভারতকে বিশ্বকাপ জেতানো এমএস ধোনি হলেন একজন অসামান্য নেতা। প্লেয়ার ও অধিনায়ক হিসেবে ধোনির প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। স্মিথ বলেন, “এমএস ধোনি দলকে দারুণ সার্ভিস দিয়েছেন। ও একজন দুর্দান্ত নেতা। দলের প্রতিটা জুনিয়র ক্রিকেটারই ওর দিকে তাকিয়ে থাকে। ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আমি তাকে প্রচন্ড শ্রদ্ধা করি। গোটা মরশুমটা দারুণ কাটছে, আর ধোনি দুর্দান্ত পারফর্ম করে দেখাচ্ছেন।”

ভিডিও- দেখুন কি ভাবে শরীরটিকে ভাসিয়ে দিয়ে একহাতে এক অনবদ্য ক্যাচ নিলে মহেন্দ্র সিংহ ধোনি

শুক্রবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে জয় পেলে শেষ চার নিশ্চিত হয়ে যেত পুণে সুপারজায়েন্টসের। তবে সেই ম্যাচটি ৭ রানে হেরে যায় স্মিথের দল। এখন যা পরিস্থিতি তাতে রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয়টা বেশ গুরুত্বপূর্ণ ধোনিদের জন্য। স্মিথ বলছেন, “এবছরটা রাইজিং পুণে সুপারজায়েন্টসের সঙ্গে দারুণ কেটেছে। আমরা নিজেদের পারফরমেন্সের জোরে অনেক কিছু পাল্টে দিয়েছি। শেষ ৯-১০টি ম্যাচে আমাদের পারফরমেন্স অসাধারণ। এই মুহূর্তে আমরা দুর্দান্ত জায়গায় রয়েছি। দলের জুনিয়ররা যেভাবে খেলছে সেটা অবশ্যই প্রশংসাযোগ্য।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *