অবশেষে পঞ্জাব ম্যাচে কেকেআর দলে ফিরছেন এই মারকুটে ব্যাটসম্যানটি 1

রবিবারের চিন্নাস্বামীতে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা্ঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে চলতি আইপিএলের প্লে অফে নিজেদের টিকিট কনফর্ম করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করা গম্ভীরবাহিনীর এবারের লক্ষ্য পয়েন্ট টেবিলের প্রথম দুই’য়ে শেষ করা। মূলত সেটা মাথায় রেখে মঙ্গলবার মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হতে চলেছে তারা।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেয়ে হতাশায় একি বললেন সুরেশ রায়না!

চোট কাটিয়ে দীর্ঘদিন পর গত ম্যাচে দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার পিঞ্চ হিটার ব্যাটসম্যান ক্রিস লিন। দলে ফিরেই ব্যাট হাতে আবারও নিজের পুরানো ছন্দে ফিরলেন কেকেআর-এর এই মারকুটে ব্যাটসম্যানটি। ২২ বলে ৫০ রানের একটি দূর্দান্ত ইনিংস খেলে নিজের ব্যাটিং জাত ফের চিনিয়ে দিলেন তিনি। ম্যাচে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন সুনীল নারিনও। ওপেনিং স্লটে ব্যাট করতে নেমে ১৫ বলে হাফ সেঞ্চুরির পাশাপাশি ১৭ বলে ৫৪ রান করে সমালোচকদের মুখে ঝামা ঘষে দেন এই ক্যারিবিয়ান স্পিনারটি।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষিত!

ওপেনিংয়ে নাইটদের এই দুই ক্রিকেট তারকার ব্যাটিং তাণ্ডবের জেরে ম্যাচের মাত্র ৬ ওভারে খেলার রাশ আরসিবি’র হাত থেকে বেরিয়ে যায়। যার ফলে সহজে রবিবারের ম্যাচটি নিজেদের পকেটে পুরে নিতে সমর্থ হয় গম্ভীরব্রিগেড। ওপেনিং জুটিতে ৬ ওভারে লিন, নারিনের ১০৫ রানের জুটিতে মুগ্ধ নাইট নেতা গম্ভীর। তাঁর কাছে ওই ইনিংসটি নাকি কেরিয়ারে দেখা সেরা ইনিংস। এর ফলে মঙ্গলবারের ম্যাচে স্বাভাবিকভাবে ওপেনিং স্লটে বিশেষ পরিবর্তন আনতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।

জল্পনার অবসান – বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেয়া হল ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি খেলবে কি খেলবে না

শোনা যাচ্ছে, কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে মাঠে নামবেন এবারের আইপিএলে ব্যাট হাতে কেকেআর-এর সব চাইতে ধারাবাহিক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শেষ দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এখন নাকি উথাপ্পা মাঠে নামার মতো ফিট। আরসিবি ম্যাচ জেতার পর সাংবাদিক সম্মেলনে এসে খোদ পীযূষ চাওলা এ কথা জানিয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবে মোহালিতে দলে উথাপ্পা যোগ দিলে নাইটদের ব্যাটিং অর্ডার আরও কয়েক গুন শক্তিশালী হয়ে উঠবে।

উথাপ্পা দলে ফিরলে স্বাভাবিকভাবে বাদ পড়তে পারেন শেলডন জ্যাকশন। কারণ, উথাপ্পার চোটের কারণে উইকেটের পিছনে জায়গা হয়েছিল শেলডন জ্যাকশনের। এছাড়া ব্যাটিং অর্ডারে সেই মনীশ  পান্ডে, ইউসুফ পাঠানরা তো থাকছেনই। সম্প্রতি ব্যাট হাতে দলের প্রয়োজনে রান করার জন্য কিউয়ি ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোমকে নিশ্চিতভাবে দলে রাখবেন গম্ভীর। উমেশ যাদব, ক্রিস ওকস এবং সুনীল নারিন তো এই মুহূর্তে নাইটদের প্রধান বোলিং স্তম্ভ। বোলিং বিভাগের মেরুদন্ড আরওবেশি শক্তিশালী করার লক্ষ্যে পীযূষ চাওলা এবং আরসিবি ম্যাচে ভালো বল করা অঙ্কিত রাজপুতকে আরও একটা সুযোগ দিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স।

নাইটদের সম্ভাব্য একাদশ- গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মনীশ পান্ডে, ইউসুফ পাঠান, ক্রিস লিন, সুনীল নারিন, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, উমেশ যাদব, পীযূষ চাওলা এবং অঙ্কিত রাজপুত

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *