আইপিএল ২০১৭: দশ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলের, আবেগের বশে কী বলে ফেললেন এবি ডি ভিলিয়ার্স! 1

বেঙ্গালুরু: এবারের আইপিএল জয়ের ব্যাপারে অন্যতম ফেভারিট ধরা হচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। যে দলে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসনের মতো ক্রিকেটাররা রয়েছেন, তাদের ট্রফি জয়ের দৌড়ে ওপরের সারিতে রাখাটা মোটেও ভুল কাজ নয়। তবে দলে এত তারকা থাকা সত্ত্বেও শেষ চারে যাওয়ার লড়াইয়ে সবার আগে ছিটকে গিয়েছে বিরাট কোহলির দল। ১২টি ম্যাচ খেলে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তলানিতে রয়েছে তারা। গতবার আইপিএলের রানার্স আপরা এবার ডাহা ফেল।

মন কষাকষি বিরাট-এবি’র! কারণটা জানলে অবশ্যই চমকে যাবেন

এমন একটা পরিস্থিতিতে দলের ক্রিকেটারদের মন-মেজাজ যে ভাল হবে না সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পরে না। তবে দলের অন্যতম সেরা তারকা এবি ডি ভিলিয়ার্সের একটা বক্তৃতার পর আরসিবি দলের ভাঙা মনোবল জোড়া লাগতে বাধ্য। ২০১১ সালে ব্যাঙ্গালোর দলে যোগ দেওয়ার পর এই মুহূর্তে এবি সেই দলের অন্যতম গুরুত্বপুর্ণ সদস্য। সম্প্রতি আইপিএলে নিজেদের ১০ বছর পূর্তি পালন করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই অনুষ্ঠানেই অধিনায়ক বিরাট কোহলি ও অজি তারকা শেন ওয়াটসনের পাশে দাঁড়িয়ে একটি আবেগী বক্তৃতা দিলেন এবি। সেখানে এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারটি বলে দেন যে, জীবনে সব সময় সাফল্য আসে না। চলার পথে অনেক চড়াই-উতরাই থাকবেই।

এবার দেখে নেওয়া যাক আবেগে ভেসে কী বললেন ডি ভিলিয়ার্স:

আইপিএল ২০১৭ঃ ট্রফি জয়ের রাস্তা থেকে ছিটকে গিয়েছে আরসিবি, তবুও পার্টি করছেন কোহলিরা !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *