চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখ খুলে ফ্যাসাদে কুম্বলে, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে 1

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যোগ দেওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়। অনেকের ধারণা, রবিবার দিল্লিতে বোর্ডের সদর দফতরে বসতে চলা জেনারেল মিটিংয়ে এ ব্যাপারে নির্দিষ্ট করে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। এরই মধ্যে বিসিসিআইয়ের একাধিক কর্মকর্তারা জুনে ইংল্যান্ডে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ অনিল কুম্বলে্ও বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া খেলার ব্যাপারে এক পায়ে রাজি। কিন্তু তার জন্য এবার বোর্ডের বেশ কয়েক’জন কর্মকর্তার চক্ষুশূল হয়ে গিয়েছেন তিনি। আর সেটা এখন অনিল কুম্বলের কাছে খুবই চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আইপিএল ২০১৭ঃ ভিডিও – মাঠে স্পোর্টসম্যানশিপ বজায় রেখে সবাইকে তাক লাগিয়ে দিলেন হাসিম আমলা

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা আট দলীয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যোগদান নিয়ে প্রথম থেকেই বিরোধীতা করে আসছেন। আইসিসি-র বিরুদ্ধে গিয়ে এই কাজটি করার ব্যাপারে অনেক যুক্তি দেখিয়েছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে আইসিসি-র নতুন আর্থিক বন্টন প্রস্তাবনায় খারিজ হয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে গঠিত ‘বিগ থ্রি’ মডেল। যার ফলে এবার থেকে আইসিসি-র লভ্যাংশের বেশিরভাগ অংশটা আর বিসিসিআই-এর তহবিলে ঢুকবে না। বিশ্বের বাকি ক্রিকেটখেলিয়ে দলগুলির পাশাপাশি ভারতও এখন সমানভাবে আর্থিক সাহায্য পাবে আইসিসি-র কাছ থেকে। বিষয়টি পছন্দ না হওয়ায় ভারত ওই সিদ্ধান্তের বিরোধীতা করে সামনের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে পাঠাবে না বলে হুমকি দেয়। ঠিক এমনই পরিস্থিতিতে সুপ্রিমকোর্ট দ্বারা নিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রশাসক সমিতি বোর্ডকে দল গঠনের নির্দেশ দেয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য ভারতকে গত ২৫ এপ্রিলের মধ্যে দল ঘোষণা করতে হতো। যদিও আইসিসি এবং বিসিসিআইয়ের চাপানউতোরে এখনও দল ঘোষণা করা সম্ভব হয়নি।

 

দলে সুযোগ পাচ্ছিলেন না, তাই আইপিএল ছেড়ে দেশে ফিরলেন কেকেআর-এর এই ক্রিকেটারটি

এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে সম্প্রতি শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো ভারতের একাধিক কিংবদন্তি ক্রিকেটাররা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যোগদানের পক্ষে সওয়াল করেছেন। এ ব্যাপারে নিজের মতামত দেওয়ার পাশাপাশি ওই প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার যোগদানের কথা শুনিয়েছিলেন কুম্বলে। কিন্তু সেটা করে এবার রীতিমতো ফ্যাসাদে পড়েছেন কোহলিদের হেড স্যার অনিল কুম্বলে। এ ব্যাপারে জাতীয় দলের কোচ অনিল কুম্বলের মতামত দেওয়াকে ভালো নজরে নেয়নি বোর্ডের বেশ কয়েক’জন কর্মকর্তা। সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্মকর্তা সরাসরি বলে দেন, ‘এটা কোনও ব্যাক্তি বিশেষের ব্যাপার নয়, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একটি নির্দিষ্ট সংস্থা। সেখানে ভারতীয় ক্রিকেট দলের কোচ কুম্বলে চিঠি লিখে বোর্ডকে জানাচ্ছেন, দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে আগ্রহী। এটার কোনও প্রয়োজন ছিল না। চিঠি দিয়ে উনি কোনওভাবেই সব সমস্যার সমাধান করতে পারবেন না।’ বোর্ডের আরও এক কর্মকর্তা একধাপ এগিয়ে বলেন, ‘যখন বোর্ডের কোনও সদস্য বিসিসিআইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলবে, কোচ অনিল কুম্বলেকে তার কর্মের জন্য নিশ্চিতভাবে ফল ভোগ করতে হবে। আর এটা শুধু সময়ের অপেক্ষা।’ বোর্ড কর্তাদের এমন হুমকি শুনে কার্যত চিন্তার সাগরে ডুব দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ অনিল কুম্বলে।

আইপিএল ২০১৭ঃ ইডেনে ম্যাচ হেরে ফের জয়ের সরনীতে ফিরতে গম্ভীর কি শপথ নিলেন, দেখে নিন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *