ধোনিকে ফের অপমান করলেন পুণের মালিকরা, দেখে নিন তারা কি বললেন 1

 

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অপমান করার দায়িত্ব যেন নিজের কাঁধে নিয়ে ফেলেছেন গোয়েঙ্কা গ্রুপের অন্যতম কর্ণধার হর্ষ গোয়েঙ্কা।অর্ফ ফর্মের কারণে ক’দিন আগে মাহিকে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে চূড়ান্ত অপমান করেছিলেন তিনি।যদিও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন সময়ে পুণেকে জয় উপহার দেওয়ায় সেই হর্ষ’ই ডিগবাজি খেয়ে মাহির প্রশংসায় ডুব দিয়েছিলেন।এবারও নিজের আসল রূপে ফিরে রাইজিং পুণে সুপার জায়েন্টের অধিনায়ক স্টিভ স্মিথকে ‘জঙ্গলের রাজা’ বলে অভিহীত করে ধোনিকে ফের কটাক্ষ করলেন তিনি।এদিন এমন কাজটি করে পুণের ফ্র্যাঞ্চাইজি’র অন্যতম মালিক কিন্তু বুঝিয়ে দিলেন, তারা বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক ধোনিকে অপমান করার রাস্তা থেকে সহজে সরে আসবেন না।

 

https://bengali.sportzwiki.com/317/richest-cricket-boards/

এবারের আইপিএল শুরুর আগেই ধোনির কাঁধ থেকে নেতৃত্বের দায়িত্ব নামিয়ে দেয় টিম রাইজিং পুণে সুপার জায়েন্ট।তার মধ্যে অফ ফর্মের কবলে পড়ে থাকা ধোনিকে নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনায় মেতে ওঠেন হর্ষ গোয়েঙ্কা।ধোনির সমালোচনায় মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী সাক্ষী।এমনকি মাহির ভক্তরাও বিষয়টি না মেনে নিতে পারায় তারা পাল্টা সমালোচনায় ভরিয়ে দেন পুণে মালিককে।সমালোচনার মুখে পড়ে সাময়িকভাবে ধোনির স্তুতিতে মেতে উঠেন গোয়েঙ্কা মালিক। কিন্তু পুণের আগের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে স্বমেজাজে দেখা যায়নি ধোনিকে।একই হাল বুধবারের ম্যাচে কলকাতার বিরুদ্ধেও।এমন পরিস্থিতির মধ্যে ধোনিকে ইঙ্গিত করে ট্যুইট করে হর্ষ গোয়েঙ্কা নতুন এক বিতর্ক সৃস্টি করে ফেললেন।

https://twitter.com/hvgoenka/status/859830830360928261

আইপিএল ২০১৭: ধোনিকে কিনতে কী করতে তৈরি শাহরুখ! জানলে অবশ্যই চমকে উঠবেন

বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রাইজিং পুণে সুপার জায়েন্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ একটি ট্যুইটে দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরেন।যেখানে তিনি সবাইকে দেখিয়ে দেন, স্ট্রাইক রেটের পাশাপাশি রান সংগ্রহের ক্ষেত্রে ধোনি বাকিদের চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে।হর্ষ ট্যুইটে লেখেন, ‘এখনও পর্যন্ত পুণের ব্যাটিং পরিসংখ্যান। মনোজ তেওয়ারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অজিঙ্কে রাহানের স্ট্রাইক রেট বাকিদের চেয়ে অনেকটা বেশি।’ বুধবারের ম্যাচে ইডেনে রাহুল ত্রিপাঠির দূর্দান্ত ইনিংসকে উল্লেখ করে এবং পরোক্ষভাবে রানের মধ্যে না থাকা ধোনিকে কটাক্ষ করে তিনি আরও লেখেন, ‘পুণের সবচেয়ে ভালো বিষয়টি হল প্রত্যেক ম্যাচে একজন করে নতুন তারকা উঠে আসছে। ত্রিপাঠি, স্ট্রোকস, স্মিথ, তাহিররা সত্যি এখন চূড়ান্ত ফর্মে রয়েছেন।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে সম্মানিক আজীবন সদস্য পদ জাহির খানকে

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *