আইপিএল ২০১৭ঃ কোনও কারণ ছাড়াই আরসিবি শিবির ছাড়লেন এক বিদেশি তারকা 1

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চায়নাম্যান স্পিনার তাবরেজ সামসি মাঝপথেই আইপিএল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এতদিন ধরে সামসি আরসিবির হয়ে দলে থাকলেও তাঁকে একটিও ম্যাচে দেখা যায়নি। অধিনায়ক বিরাট কোহলি তাঁর থেকে বেশি ক্যারিবিয়ান স্পিনার স্যামুয়েল বদ্রীর উপরেই ভরসা করে গিয়েছেন। ফলে শুধু শুধু বসে থাকার থেকে আইপিএল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন এই স্পিনার।

আইপিএল ২০১৭ঃ কোনও কারণ ছাড়াই আরসিবি শিবির ছাড়লেন এক বিদেশি তারকা 2
তাবরেজ সামসি

দক্ষিণ আফ্রিকার এই স্পিনার বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন দলের খেলার সময়ে দলের হয়ে বোলিংয়ে ওপেন করতেন। এই জায়গায় তিনি বেশ সফলও হয়েছিলেন। কিন্তু আরসিবির এই আইপিএলে খারাপ অবস্থা হলেও, একটি ম্যাচেও এই প্রোটিয়া স্পিনারকে নামানো হয়নি। বাকি টুর্নামেন্টেও খেলতে না পারার আশঙ্কায় এবার দেশে ফিরতে চলেছেন সামসি।

আইপিএল ২০১৭ঃ টুর্নামেন্টের মাঝপথে দিল্লিতে যোগ দিচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

তিনি বলেন, “ভারত ছেড়ে চলে যাওয়াটা সত্যিই খুব দুঃখজনক। এখানকার মানুষজন সত্যিই অসাধারণ। এই দেশে খেলতে এসে আমি অনেক ভালবাসা ও সমর্থন পেয়েছি। আশাকরি পরবর্তী বছরে আবার এই লিগে খেলতে আসতে পারব। এখানকার মানুষের আবেগকে আমি সম্মান করি। বেঙ্গালুরুর বাসিন্দাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। এই পরিবেশ খুবই মনে পড়বে আমার।”

দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলের মধ্যে সামসির নাম দেওয়া হয়নি। তবুও আইপিএলের মাঝ পথে তিনি এভাবে চলে যাওয়ার জেদ করলেন সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে আইপিএলের এই মরশুমে আরসিবি এখনও ঘুরে দাঁড়াতে পারল না। দলের নামী ব্যাটসম্যানদের ক্রমাগত ব্যর্থতা জয়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধু গেইল বা ডেভিলিয়ার্সের ব্যাটেই নয়, অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও খুব কম সময়ই কথা বলেছে। ব্যাটিংয়ের পাশাপাশি একইভাবে দায়ী বোলিংও। দশটার মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতে আরসিবি পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আরসিবির এবারের প্লে-অফে পৌঁছানোর আশা কার্যত শেষ হওয়ার মুখে।

এই মরশুমে আরসিবির প্রথম ধাক্কাটা লাগে কেএল রাহুলের না থাকা। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার সময়ই চোট পাওয়ায় আইপিএল থেকে এই বছরের জন্য বিদায় নেন তিনি। গত মরশুমে রাহুলের দারুণ ফর্ম এখনও পর্যন্ত মনে রেখেছে আরসিবি সমর্থকেরা। তাই গভীরভাবে তাঁর না থাকার অভাব অনুভব করছে এই দল। এছাড়া অধিনায়ক বিরাট কোহলি আগের বছরে আইপিএলে সর্বাধিক রান করলেও এই বছর তাঁর ব্যাটে সেই তেজ নেই। তাই শেষের ম্যাচগুলিতে জিতে অন্তত নিজেদের সম্মান বাঁচানোটাই এখন এই দলের প্রধান লক্ষ্য।

আইপিএল ২০১৭ঃ হাতে পড়ে মাত্র ৭ টি ম্যাচ, প্লেঅফে যেতে মরিয়া কিংস ইলেভেন দলে আনল বিরাট পরিবর্তন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *