আইপিএল ২০১৭: পুণের বিরুদ্ধে নামার আগে ধোনিকে নিয়ে কী বললেন গম্ভীর! 1

পুণে: বুধবার, চলতি আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রাইজিং পুণে সুপার জায়েন্টসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি দুই শিবিরের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে দুটি দলই। এই মুহূর্তে লিগ তালিকার দু’নম্বরে রয়েছে কেকেআর। পুণের অবস্থান চার নম্বরে। বুধবারের এই ম্যাচে তাই জয়ের ধারা বজায় রাখতে মরিয়া দুই শিবিরই।

পুনের বিরুদ্ধে মাঠে নামার আগেই খারাপ খবর কেকেআরের জন্য, খোদ অধিনায়কের মুখে এই খবর পাওয়ায় চাঞ্চল্য

গুজরাট লায়ন্সের বিরুদ্ধে মারকাটারি ইনিংস খেলার পর শেষ ম্যাচে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে রান পাননি মহেন্দ্র সিং ধোনি। তাই ফের প্রাক্তন ভারত অধিনায়কের সমালোচনা শুরু হয়েছে। বুধবারের এই হাইপ্রোফাইল ম্যাচের আগে অবশ্য ধোনির প্রশংসা করেছেন গৌতম গম্ভীর। কেকেআর অধিনায়ক বলেন, ‘ভারতে কোন ব্যাটসম্যান এক-দুটি ম্যাচে রান না পেলেই সমালোচনা শুরু হয়ে যায়। ধোনি দুর্দান্ত ক্রিকেটার। আর ভারতীয় ক্রিকেট ও আইপিএলের জন্য ও যা করেছে সেটা সবাই জানে। তাই এই ম্যাচে ধোনি কী করতে পারে সেটা নিয়ে আলাদা করে ভাবতে চাই না। বরং কী করলে কলকাতা জিতবে, এখন সেটা নিয়েই ভাবছি।’ উল্লেখ্য, ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ও ২০১১ সালে ক্রিকেট  বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর।

জাডেজার জন্যই বিরাট ও অনুষ্কার মধ্যে বাঁধল ঝগড়া, কী এমন ঘটল! জেনে নিন

ধোনিকে বর্তমান ক্রিকেট দুনিয়ার সেরা ‘ফিনিশার’-এর তকমা দেওয়া হয়। গম্ভীর অবশ্য এই ফিনিশার শব্দটি বিশ্বাস করেন না। তাঁর মতে যে দলকে জয়ের গণ্ডি টপকাতে সাহায্য করে, তিনিই ফিনিশার। গম্ভীর বলেন, ‘ক্রিকেট খেলায় কেউ আলাদা করে স্টার্টার বা ফিনিশার হয় বলে আমার জানা নেই। যে দলকে জেতার রান তুলতে সাহায্য করে, তিনিই ফিনিশার। সেই ব্যাটসম্যান ওপেন করতে পারে আবার ১১ নম্বরেও আসতে পারে। যে দলকে শেষে ম্যাচ জেতায়, সেই হল ফিনিশার।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *