বিরাট কোহলি'র দলকে হারিয়ে কী বললেন পুণে তারকা বেন স্টোকস? জানলে অবশ্যই রোমাঞ্চিত হবেন 1

বেঙ্গালুরু: দুটি দলের কাছে লড়াইটা ছিল ঘুরে দাঁড়ানোর। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে রাইজিং পুনে সুপারজায়েন্টস। আইপিএলে রবিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২৭ রানে হারিয়ে দেয় স্টিভ স্মিথের রাইজিং পুণে। এই ম্যাচে প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কোহলি’র দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান করতে সক্ষম হয় পুণে শিবির। স্মিথ ও ধোনি করেন যথাক্রমে ২৭ ও ২৮ রান।

আইপিএল ২০১৭ঃ ভবিষৎবাণী – ডেয়ারডেভিলস ও কেকেআরের মধ্যে কে জিতবে দেখে নিন!

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইনিংস। বিরাট কোহলি ১৯ বলে ৩টি চার ও ১টি ছয় মেরে করেন ২৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করে আউট হন এবি ডিভিলিয়ার্স। পুণের হয়ে  তিনটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও বেন স্টোকস। এ দিনের এই জয়ের পর দলের বোলিং ব্রিগেডের প্রশংসা করেছেন স্টোকস।

দিল্লির বিরুদ্ধে কেকেআর-এর হয়ে নারিনের পরিবর্তে ওপেনিং করতে পারেন এই ইংলিশ ক্রিকেটারটি

বিরাটদের বিরুদ্ধে জয় পাওয়ার পর এই ইংরেজ ক্রিকেটার বলে দেন, ‘কী করতে হবে সেটা জেনে এ দিন বল করতে নেমেছি আমরা। সবাই পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। বলের গতি কমিয়ে গড লেন্থে বল করার দিকে নজর দিয়েছিলাম আমরা। ব্যাট করার সময় আমদের একটু সমস্যার মুখে পড়তে হয়েছিল। দলে ভাল ভাল বোলার রয়েছে। তাই জানতাম বল করার সময় প্ল্যান অনুযায়ী কাজ করতে পারলে সাফল্য আসবে। আশা করছি আমরা এবার জয়ের ধারা বজায় রাখতে পারব।’

ভিডিও – কেকেআর অধিনায়ক গম্ভির, মাঠ ছাড়তে বলেন যুবরাজকে!

রবিবাসরীয় এই ম্যাচে কিছুটা হলেও রানে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। এহেন প্রাক্তন ভারত অধিনায়কের প্রশংসা করে স্টোকস যোগ করেন, ‘ধোনি আমাদের দলে রয়েছে। তাই যে মাঠেই খেলি, সেটাই মনে হয় ঘরের মাঠ। সত্যিই এই টুর্নামেন্টে খেলাটা আমার জন্য খুব স্পেশাল। পুরো পরিবেশটা খুবই উত্তেজনাপূর্ণ। আমার দারুণ অভিজ্ঞতা হচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *