নাইট অধিনায়ক গম্ভীরের হৃদয়ে কেকেআর নয়, থাকে অন্য একটি দল! 1

এ পর্যন্ত টিম কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে দু’বার চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক গৌতম গম্ভীর। তৃতীয় আইপিএল ট্রফির খোঁজে এবারেও তাঁর দল প্রতিযোগিতায় তেড়েফুঁড়ে শুরু করেছে। ট্রফি জয়ের জন্য প্রতিবারের মতো এবারেও তিনি প্রতি ম্যাচে দলের হয়ে নিজের একশো শতাংশ উজাড় করতে দিতে প্রস্তুত। তবে এদিন কলকাতার কুড়ি-বিশের দলের নেতা গম্ভীর সবাইকে অবাক করে জানিয়ে দিলেন, নিজের আইপিএল কেরিয়ার তিনি কেকেআর-এ নয়, বরং নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে শেষ করতে চান।

স্লেজিংয়ে কোন দোষ নেই, এমনটাই মত গৌতম গম্ভীরের

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন বছর নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি টিম দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে খেলেছেন গৌতি। এরপর ২০১১ সাল থেকে তিনি কেকেআর-এ যোগ দেন। পাশাপাশি তাঁর নেতৃত্বে কলকাতার এই ফ্রাঞ্চাইজি দল প্রথমবার ২০১২ সালে আইপিএল জয়ের স্বাদ পায়। তারপর ক্রমে টিম কলকাতা নাইট রাইডার্সকে আরও বড় সাফল্যের পথে টেনে নিয়ে যান নেতা গম্ভীর।

দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলাকালিন প্রথম তিন বছর গম্ভীরের চওড়া ব্যাট থেকে বেরিয়ে এসেছিল ১০৯৭ রান। তাঁর বিশ্বাস, সম্প্রতি কেকেআর-এর হয়ে তিনি যেভাবে খেলে যাচ্ছেন, তাতে ভবিষ্যতে তিনি ফের দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার সুযোগ পাবেন। এদিন এক প্রতিক্রিয়ায় গম্ভীর বলেন, “এখনও মনে হয়, হৃদয় আমার দিল্লিতে পড়ে আছে। আমি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে তিন বছর খেলেছিলাম। জানি না কেন, আমার মন এখনও চায় নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল কেরিয়ার শেষ করতে।”

একটু থেমে গৌতি আরও বলেন, “জানি এই মুহূর্তে আমি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। এবং নিজের দলকে তৃতীয়বার আইপিএল ট্রফি জেতানোর জন্য নিজের একশো শতাংশ উজাড় করে দেব। তা সত্ত্বেও আমি তো দিল্লির বাসিন্দা, তাই চাইবো আইপিএলে ওরাও ভালো ফলাফল করুক।”

এবার দেখার কলকাতার হয়ে তৃতীয়বার আইপিএল ট্রফি জয়ের ক্ষেত্রে কতটা আগ্রাসী ভূমিকা পালন করতে দেখা যায় কেকেআরের এই সফলতম নেতাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *