বোর্ডের বিরুদ্ধে আন্দোলনের পথে বিরাট কোহলি, কী এমন হল যে বিরাটের এই পদক্ষেপ! 1
বিরাট কোহলি

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের অন্যান্য সব দল গতবারের চ্যাম্পিয়ন ভারতকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে। কিন্তু এদিকে ভারতীয় দলের মধ্যে পারিশ্রমিক নিয়ে এক বিশাল টানাপোড়েন সৃষ্টি হয়েছে।সুপ্রীম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি এই বছরই ভারতীয় ক্রিকেটারদের পারিশ্রমিক আগের থেকে দ্বিগুণ করেছে। কিন্তু সেই পারিশ্রমিকেও খুসি নন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তণ ডিরেক্টর রবি শাস্ত্রী এই নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন বোর্ডের বিরুদ্ধে। এবার সেই রাস্তাতেই হাঁটলেন অধিনায়ক বিরাট কোহলি।

অবশেষে সাপমোচন হল ঈশান্ত শর্মার, আইপিএলে লাল জার্সি গায়ে দেখা যাবে তাঁকে


বিরাট কোহলি এ গ্রেডের ক্রিকেটারদের এই পারিশ্রমিকে খুসি নন। তাঁর মতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের থেকে অনেকটাই কম পারিশ্রমিক পান ভারতীয় গ্রেড এ ক্রিকেটাররা। এই গ্রেডে থাকা বিরাট কোহলি চান তাঁদের পারিশ্রমিকের আবার মূল্যায়ন করা হোক। ভারতের বিখ্যাত এই ব্যাটসম্যানের দাবি গ্রেড এ ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ কোটি টাকা করা হোক। ইতিমধ্যেই বিসিসিআই গ্রেড এ-র পারিশ্রমিক বাড়িয়ে ১ কোটি থেকে ২ কোটি টাকা করেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন গ্রেড এ ক্রিকেটার বছরে ম্যাচ ফি মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন সেখানে ভারতের ক্রিকেটাররা ম্যাচ ফি মিলিয়ে মাত্র ৪ থেকে ৫ কোটি টাকা পান। তাই কোহলির দাবি ম্যাচ ফি বাদ দিয়ে বার্ষিক পারিশ্রমিকের পরিমান অন্তত ৫ কোটি করা হোক।

প্রায় অর্ধেক ভারতীয় দল বিশ্রামে, সংকটে আইপিএল


শুধু ফাঁকা আওয়াজ নয়, বিরাট কোহলি অদূর ভবিষ্যতে এই নিয়ে আন্দোলনের পথেও নামতে পারে। এমনটাই আভাস পাওয়া গেল বোর্ডের এক সূত্রের কথায়। ওই সূত্র জানায়, ‘প্রধাণ কোচ কুম্বলে সহ কোহলি বেশ কিছু ক্রিকেটারকে এই বিষয়ে তার দিকে নিয়ে আসতে পেরেছে। কোনও রকম বাজে পদক্ষেপ গ্রহণ না করে বা বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করে ভারতীয় অধিনায়ক সুসংযতভাবে এই পরিকল্পণা করেছেন। এমনকী এই দাবি আদায় না হলে কোহলি ক্রিকেটারদের নিয়ে একটি সংগঠণও তৈরি করতে পারেন।’
ভারতের প্রধাণ কোচ অনিল কুম্বলেও এই ব্যাপারে বোর্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তিনি ক্রিকেটারদের হিতের জন্য বোর্ডের কাছে গোটা বিষয়টা তুলে ধরেন। পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে দেখে ৫ এপ্রিল এই বিষয়ে একটি আলোচনার আহ্বান করেছে বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি। পাশাপাশি ক্রিকেটারদের আইপিএল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্যও অনুরোধ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *