অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে কিছুই নয় ভারতের ক্রিকেটাররা, কী ভেবে একথা বললেন প্রাক্তণ টিম ডিরেক্টর রবি শাস্ত্রী! 1
রবি শাস্ত্রী

ভারতীয় ক্রিকেটারদের সদ্য বেতন বাড়িয়েছে বিসিসিআই। পরিবর্তিত এই বেতন, পুরনো বেতনের দ্বিগুণ। তবুও ভারতীয় ক্রিকেটাররা খুশি নন। তাঁদের অভিযোগ ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যা টাকা পায়, এই বেতন তার ধারে কাছেও আসেনা। এই নিয়ে ক্ষোভ ছিলই। এবার রবি শাস্ত্রীর একটি বক্তব্যে সেই আগুনেই ঘি পড়ল।
বোর্ডের নব নির্ধারিত বেতন পরিকাঠামো নিয়ে সমালোচনা করেন ভারতীয় দলের প্রাক্তণ ডিরেক্টর রবি শাস্ত্রী।ভারতীয় ক্রিকেটারদের প্রাপ্য পারিশ্রমিককে তিনি ‘চিনে বাদামের’ সঙ্গে তুলনা করেন। ভারতের কিংবদন্তী এই ক্রিকেটারের মতে বিসিসিআই বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হলেও ক্রিকেটারদের ঠিক মত পারিশ্রমিক দেয় না। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সমকক্ষ হলেও, ভারতীয় ক্রিকেটাররা এই দুই দেশের ক্রিকেটারদের তুলনায় কিছুই কামায় না।

বোর্ডের বিরুদ্ধে আন্দোলনের পথে বিরাট কোহলি, কী এমন হল যে বিরাটের এই পদক্ষেপ!

শাস্ত্রী বলেন, “এটা কিছুই নয়।অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যা উপার্জন করেন তার কাছে এই ২ কোটি টাকা চিনে বাদামের সমান।”

সম্প্রতি বিসিসিআই এ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক ১ কোটি ভারতীয় মুদ্রা থেকে বাড়িয়ে ২ কোটি ভারতীয় মুদ্রা করেছে। অন্যদিকে গ্রেড বি-র নতুন পারিশ্রমিক হয়েছে ১ কোটি ভারতীয় মুদ্রা (পূর্বে যা ছিল ৫০ লাখ ভারতীয় মুদ্রা) ও গ্রেড সি-র নতুন পারিশ্রমিক হয়েছে ৫০ লক্ষ ভারতীয় মুদ্রা (পূর্বে যা ছিল ২৫ লাখ ভারতীয় মুদ্রা)। প্রতিটা গ্রেডেই দ্বিগুণ করা হয়েছে পারিশ্রমিকের পরিমান।

পারিশ্রমিক দ্বিগুণ করা হলেও শাস্ত্রীর মতে এটা কিছুই নয়। তিনি দাবি করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বছেরে প্রায় ৮ থেকে ১২ কোটি টাকা পান। পারিশ্রমিক নিয়ে বোর্ডকে তুলোধনা করতে গিয়ে কিংবদন্তী এই ক্রিকেটার চেতেশ্বর পূজারার পাশে দাঁড়ান। পূজারা এই বছরও আইপিএলে কোনও ফ্রাঞ্চাইজি পায়নি। শাস্ত্রী বলেন, “টেস্ট খেলোয়ারদের মধ্যে যারা গ্রেড এ তে আছেন তাঁদের উচ্চ পারিশ্রমিক দেওয়া উচিত। পূজারার অনেক বেশি টাকা পাওয়া উচিত। বোর্ডের কাছ থেকে ঠিক মত পারিশ্রমিক পেলে আইপিএল খেলার কোনও দরকারই পড়ত না ওর। শুধু দেশের হয়েই সে খেলতে পারত।”

রবি শাস্ত্রীর এই আওয়াজে গলা মিলিয়েছে ভারতীয় ক্রিকেটাররাও। প্রকাশ্যে কিছু না বলতে পারলেও, একটা চাপা ক্ষোভ ইতিমধ্যেই তৈরি হয়েছে ক্রিকেটারদের মধ্যে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *