আইপিএলের অন্তিম লগ্নে আরসিবির উপর নেমে এল কালো ছায়া, বিরাটের পর পাওয়া যাচ্ছেনা আরও এক তারকা ক্রিকেটার 1
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর

আইপিএলের দামামা বেজে উঠেছে। সমস্ত দল তাঁদের শেষ পর্যায়ের প্রস্তুতিতে তৈরি। আর মাত্র পাঁচদিন। তারপরই লেগে যাবে এক মহাযুদ্ধ। দেশ-বিদেশের নামি দামি ক্রিকেটাররা একে অপরের সঙ্গে লড়াইতে মত্ত হবে। এই শেষ প্রস্তুতি পর্যায়ে আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালোর এখনও নিজেদের ঠিক মত গুছিয়ে উঠতে পারলনা। সবই ঠিকঠাক চলছিল। তবে বিরাট কোহলির চোটের জন্য বড় ধাক্কা খেয়েছে আরসিবি। এবার এবি ডিভিলিয়ার্সের আসতে দেরি হওয়ায় আরও ফাঁপড়ে পরল বেঙ্গালুরুর এই ফ্রাঞ্চাইজি।

বাদ গেল আরসিবির আরও এক তারকা ক্রিকেটার, মাথায় বাজ কোহলিদের

এবি ডিভিলিয়ার্স আরসিবির এক অন্যতম মূল ক্রিকেটার। চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচে বিরাটকে পাওয়া যাবেনা। ফলে ক্রিস গেইলের সঙ্গে ওপেনিং করতে হত এবিকেই। কোহলির অবর্তমানে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুভারও দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যানকে নিতে হোত। কিন্তু দক্ষিণ আফ্রিকার ঘরোয়া একদিনের টুর্নামেন্ট চলছে। মোমেন্টাম ওয়ান ডে কাপ নামক এই টুর্নামেন্টে টাইটানস দলের হয়ে খেলছেন এবি। টাইটানসের কোচ মার্ক বাউচার বলেন, “এবি ও ক্রিস মরিস ফাইনাল ম্যাচের জন্য নির্বাচিত হয়েছে। তাই আমি এখনই ওদের ছাড়তে পারছিনা।”

এক সপ্তাহ বাকি থাকতে বড় ধাক্কা পেল আরসিবি, বিরাটকে খোয়াতে পারে তারা

যদিও এর আগের ম্যাচে কোবরার বিরুদ্ধে মাত্র দু’বল খেলেই আউট হয়ে যান দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান। তবুও কোচ তাঁর উপর ভরসা রেখেছেন। টাইটানস কোচ আরও বলেন, “এটা আমাদের জন্য সৌভাগ্যের সমান যে, ও (ডিভিলিয়ার্স) শেষ ম্যাচে কোনও রান করেনি। ফলে ফাইনাল ম্যাচে ও দলের জন্য নিশ্চই কিছু করার চেষ্টা করবে। যেটা আমাদের জন্য সুখকর।” ৩১শে মার্চ মোমেন্টাম কাপ ফাইনালে নামতে চলেছে টাইটানস।

এদিকে আরসিবি ৫ি মার্চ আইপিএলের উদ্ধোধনী ম্যাচ খেলবে শেষ বারের চ্যাম্পিয়ন সানরাইরার্স হায়দরাবাদের সঙ্গে। সেই ম্যাচে পাওয়া যাবে না কোহলিকে। ডিভিলিয়ার্সের বিষয়েও অনিশ্চয়তা তৈরি হওয়ায় রীতিমত চিন্তায় পড়েছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, দিল্লি ডেয়ারডেভিলসের খেলোয়ার ক্রিস মরিসকেও কিছুটা দেরিতে পাবে তারা। কারণ মরিসও টাইটানসের জন্য ফাইনাল ম্যাচে নির্বাচিত হয়েছে। ৮ই এপ্রিল থেকে দিল্লি আইপিএলে যাত্রা শুরু করছে। তার মধ্যেই মরিস ফিরে আসতে পারে বলে, দিল্লি খুব একটা অসুবিধার মধ্যে নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *