ব্যক্তিগত সমস্যার কারণে আইপিএলে দেখা যাবে না দ্যুমিনিকে, হতাশ দিল্লির সমর্থকেরা 1
জে পি দ্যুমিনি

দশম আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল দিল্লি ডেয়ারডেভিলস। ব্যক্তিগত সমস্যার কারণে আইপিএল থেকে নিজের নাম তুলে নিলেন জেপি দ্যুমিনি।

দক্ষিণ আফ্রিকার এই তাবড় ব্যাটসম্যান আইপিএলের এক চেনা মুখ ও জনপ্রিয় ক্রিকেটার। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও পূর্বতন ডেকান চার্জাসেও খেলেছিলেন দ্যুমিনি। ২০১৪ সালের নিলামে দিল্লি ডেয়ারডেভিলস মিডল ওর্ডারের এই বিশ্বস্ত ব্যাটসম্যানকে ২.২ কোটি ভারতীয় মুদ্রার বিনিময়ে ক্রয় করে। এরপর থেকেই দিল্লি ডেয়ারডেভিলসের একজন গুরুত্বপূর্ণ খেলোয়ার হয়ে ওঠে দ্যুমিনি। আইপিএলের গত মরশুমে ১০টি ম্যাচে তিনি ১৯১ রান করেন দিল্লির হয়ে।

আইপিএল ২০১৭: এবার বিদেশিদের দিকেই বিশেষ নজর দিল দিল্লি ডেয়ারডেভিলস

এই ঘোষণা করতে গিয়ে দ্যুমিনিও বেশ দুঃখিত ছিলেন। তিনি বলেন, “এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমার খুব খারাপ লাগছে। এটা সম্পূর্ণ আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য নেওয়া। আমি ভাগ্যবান ফ্রাঞ্চাইজি আমার অসুবিধার কথাটা বুঝেছে। বিভিন্ন প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে খেলতে পেরে আমার বেশ ভালই লেগেছে এতদিন। আশা করছি খুব তাড়াতাড়ি আবার দিল্লিতে ফিরে আসব।”

এই ধাক্কা সামলাতে দিল্লির কর্তারা রীতিমত মাঠে নেমে পড়েছেন। দ্যুমিনির এই সিদ্ধান্তে দিল্লি ডেয়ারডেভিলসের কর্তারা খুন্ন না হলেও, বেশ চিন্তায় পড়েছেন তাঁর জায়গায় অন্য এক অলরাউন্ডার খুঁজতে। দিল্লি ডেয়ারডেভিলসে চিফ এগজিকিটিভ হেমন্ত দুয়া বলেন, “দ্যুমিনির সিদ্ধান্তকে আমরা সম্মান করি। কিন্তু দ্যুমিনি না থাকাটা একটা বড় ধাক্কা। দলে ওর জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।” 

দ্যুমিনির আগে চোটের কারণে আইপিএল থেকে নাম তুলে নিয়েছে অজি অলরাউন্ডার মিচেল মার্শ। তিনি পাঞ্জাব কিংস ইলেভেনের সদস্য ছিলেন।

মিচেল মার্সের কল্যাণে আইপিএলে পুনের জার্সি গায়ে দেখা যেতে পারে ইরফান পাঠানকে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *