ক্রিকেটারদের মাঠের ভিতরের আক্রমণাত্মক শৈলিতে হস্তক্ষেপ করা ঠিক নয়, এমনটাই মত কুম্বলের 1
অনিল কুম্বলে

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ অনিল কুম্বলে মনে করেন না যে, মাঠের মধ্যে কোহলিদের আক্রমণাত্মক চেহারা সামলানোর জন্য দাওয়াই দেওয়ার প্রয়োজন। গত মঙ্গলবার রাঁচিতে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এভাবে টিম কোহলির পাশে দাঁড়ালেন।

কোচ কুম্বলের বেতন শুনলে অবশ্যই চোখ কপালে উঠবে

বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খেলা ও খেলার বাইরে কেউ কাউকে আক্রমণ করতে পিছপা হচ্ছিলেন না। মুখ বেঁকানো থেকে শুরু করে টয়লেট যাওয় নিয়ে কটুক্তি। কোনও কিছুই বাদ যায়নি এই টেস্টে। তাই বিতর্কের ঝড়ও উঠেছিল। কিন্তু এনিয়ে বিশেষ বিচলিত হতে চান না গুরু কুম্বলে। তিনি বলেন, “আমি চাইনা মাঠে যতক্ষণ ওরা আছে, ততক্ষণ ওদের স্বাভাবিক প্রবৃত্তিতে কোনও রকম ব্যাঘাত ঘটাতে। আমি মনেও করিনা এসব বিষয়ে কারও বেশি হস্তক্ষেপ করা প্রয়োজন। একটি ম্যাচকে, একজন কীভাবে সামলাবে তা প্রতিটা ক্রিকেটারের কাছে ভিন্ন ভিন্ন বিষয়।”

অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচের দিকেই বেশি গুরুত্ব দিতে চান কুম্বলে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও ভারত একটি করে ম্যাচ জেতার ফলে রোমাঞ্চকর হয়ে উঠেছে এই সিরিজ। আপাতত সেই টানটান উত্তেজনার মজা নিতে চান তিনি। ভারতের এই প্রাক্তন স্পিনার বলেন, “সবাই মাঠে নামুক ও দেখাক কে কতটা ক্ষমতাসম্পন্ন। ইতিমধ্যেই ১-১ ফল হওয়ায় সিরিজ জমে উঠেছে।”

ডিআরএস কাণ্ডেও বিশেষ বিচলিত নন কোচ কুম্বলে। বরং তিনি বলেন, “ডিআরএস কাণ্ডে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সমঝোতা করার ইচ্ছায় সারা দিয়ে বিসিসিআই পরিপক্কতার পরিচয় দিয়েছে। বিতর্ক বাদ দিয়ে খেলার দিকে গুরুত্ব দেওয়াই আমাদের কর্তব্য হওয়া উচিত। এবং সেটাই হয়েছে।”

রাঁচি টেস্টের জন্য কুম্বলে ঠিক এভাবেই নিজের দলকে চাঙ্গা করে রেখেছেন।

সিনিয়র খেলোয়াড়দের দারুণভাবে সামলেছে ধোনি : কুম্বলে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *