চোটের কারণে কিউই দল থেকে বাদ বোল্ট, দলে এলেন টিম সাউদি 1
ট্রেন্ট বোল্ট

চোট পাওয়ার জন্য দক্ষিণ অফ্রিকার সঙ্গে টেস্টে সিরিজের দল থেকে বাদ পড়তে হল কিউই সিমার ট্রেন্ট বোল্টকে। সীমিত ওভারের আন্তর্জাতিক সিরিজদ্বয়ের পর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ছিল ডুনেডিনে। এই ম্যাচেই চতুর্থ দিনে নিতম্ব টান অনুভব করার পাশাপাশি পায়ে চোট পান বোল্ট। পরীক্ষা করে দেখা যায় চোটের ফলে বেশ সমস্যা দেখা দিয়েছে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিরও খুব বেশিদিন বাকি নেই। তাই কোনও রকম ঝুঁকি না নিয়েই চলতি টেস্ট সিরিজের বাকি ম্যাচ থেকে বোল্টকে রেহাই দিল টিম নিউজিল্যান্ড। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোল্ট মাত্র ১৫ ওভার বল করতে পেরেছিল।

সিরিজ চলাকালীন দলের এই প্রধান বোলারকে হারনোয় বেশ বিপাকে পড়ে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কারণ, প্রথমে একদিনের ম্যাচে বোল্টকে নিয়ে বোলিংয়ে সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছিল কিউইরা। অবশেষে টিম সাউদিকে তাঁর জায়গায় নেওয়ার কথা হয়েছে। সাউদি বলেন, “পাঁচটি একদিনের ম্যাচ খেলার পর টেস্টে চারদিন ওর ওপর খুব চাপ পড়ছিল। বোল্ট আমাদের দলে সবথেকে ফিট ক্রিকেটার। তাই এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। ওকে শিঘ্রই হ্যামিলনে পাঠিয়ে দেওয়া হবে।”

বোল্টের জায়গায় দ্বিতীয় ম্যাচে তিনি দলে আসবেন কী না, এ ব্যাপারে তিনি বলেন, “এই সমস্যার ফলে আমি বোল্টের পরিবর্তে দলে আসছি ও রসের (টেলর) বদলে দলে আসছে নেইল ব্রুম। বাকি দল পরে নির্বাচন করা হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ডুনেডিনে বৃষ্টির জন্য প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। এদিকে, ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে দু’দলই জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড দলে সাউদি ও ব্রুম ছাড়াও প্রত্যাবর্তন ঘটেছে কলিন দে গ্র্যান্ডহম্মের (মিচেল স্যান্টনারের পরিবর্তে)।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম টেস্টের দল অপরিবর্তীত রেখেই নেমেছে ওয়েলিংটনের মাঠে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *