কিংগস ইলেভেনের অধিনায়ক হলেন গ্লেন ম্যাক্সওয়েল 1

দশম আইপিএলে ভাল খেলার প্রত্যয়ী কিংগস ইলেভেন পাঞ্জার বড় রদবদল করল দলে। মুরলী বিজয়ের জায়গায় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল গ্লেন ম্যাক্সওয়েলকে। কিংগস ইলেভেন টিম ম্যানেজমেন্ট ট্যুইট করে এই তথ্য প্রকাশ করে।

বাংলাদেশের দেখানো পথে এবার বিরাটকে ব্যঙ্গচিত্র অজি মিডিয়ার!


ট্যুইটে কিংগস ইলেভেন জানায়, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ম্যাক্সওয়েল এখন দারুন ফর্মে আছে। পাঞ্জাবের দলের জন্য বিগত মরশুমগুলিতে তাঁর অবদান অনেক। তাই তাঁকেই দশম আইপিএলে কিংগস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
শেষ বছর আইপিএলে কিংগস ইলেভেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারকে অধিনায়ক করেই তাদের যাত্রা শুরু করেছিল। পরে আইপিএল চলাকালীনই অধিনায়ক করা হয় মুরলী বিজয়কে। তবে গত আইপিএলে লিগ স্তরে মাত্র চারটি ম্যাচ জিতে লিগ টেবিলের শেষে তাদের যাত্রা শেষ করে পাঞ্জাব। এই আইপিএলে ভাল ফল করতে মরিয়া কিংগস ইলেভেন তাই বেশকিছু রদবদল করেছে দলে। যেমন ভারতের বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে দলের সিইও (অপারেশন) করা হয়েছে। সেহওয়াগকে সিইও হওয়ার ফলে আইপিএল নিলাম বেশ লাভজনক কেটেছে কিংগস ইলেভেনের। এই পরিস্থিতে দলের অধিনায়কের জায়গাতেও পরিবর্তন আসতে চলেছে, তা সহজেই অনুমেয় ছিল।

শেষ দুই টেস্টে সামি ও রোহিতের দলে ফেরার প্রবল সম্ভাবনা থাকলেও কেন ফিরল না তাঁরা! কী মতলব নির্বাচকদের? জেনে নিন


এদিকে, শেষ আইপিএলে ম্যাক্সওয়েলকে তাঁর চেনা ছন্দে দেখা না গেলেও, এবারের আইপিএলে তাঁকে বিস্ফোরক মেজাজেই দেখা যাবে বলে আশা করছেন কিংগস ইলেভেন। কারণ তাঁর হারানো ফর্ম ফিরে পেয়েছেন বলেই দাভি কিংগস ইলেভেনের। দশম আইপিএলে পাঞ্জাবের এই রদবদল কতটা ইতিবাচক প্রমাণিত হয় সেটা আইপিএল শুরু হলেই বোঝা যাবে। তবে ম্যাক্সওয়েলের উপর ভরসা করেই এবারে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতে চাইছে কিংগস ইলেভেন পাঞ্জাব ইলেভেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *