ম্যাচ জিতে অজিদের বিরুদ্ধে 'জোচ্চুরির' অভিযোগ আনলেন বিরাট! 1

চার ম্যাচের টেস্ট সিরিজ। অথচ ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়েও, পুণেতে প্রথম টেস্টে টিম অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করে বসে বিরাট কোহলির ভারত। স্বাভাবিকভাবেই পাহাড়প্রমাণ চাপ নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামতে হয়েছিল তাদের। শেষমেশ কঠিন লড়াই লড়ে ৭৫ রানে বেঙ্গালুরু টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে (১-১)সমতায় ফিরলো ভারত।

টুইটারের মাধ্যমে ঘোষণা করলেন বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট আজ অবসর নেবে

অবিশ্বাস্যভাবে এই টেস্ট ম্যাচটি জেতার পরই সাংবাদিক সম্মেলনে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ আনলেন টিম ইন্ডিয়ার নেতা। কোহলির অভিযোগ, বেঙ্গালুরু টেস্টে রীতিমতো জোচ্চুরি করেছে অস্ট্রেলিয়া। তাঁর অভিযোগের তীরটি ছিল অজি অধিনায়ক স্টিভ স্মিথের দিকে। ম্যাচের চতুর্থদিনে ব্যাট করার সময় স্টিভ স্মিথ আউট বাতিলের রিভিউ নেওয়ার আগে ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানের সঙ্গে ইশারায় কথা বলে নেন। সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমের দিকে সাহায্য পেতে তাকিয়ে থাকেন। যেটা ভারতীয় ক্রিকেট দলের নেতার চোখ এড়ায়নি। কোহলিও সেই বিষয়টি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। যার জেরে আম্পায়ারও অস্ট্রেলিয়ার সেই রিভিউ বাতিল করে দেন।

ভিডিও – বিধিভঙ্গ করে রিভিউ নিতে যান স্মিথ, তাতেই ক্ষেপে গিয়ে তেড়ে যান বিরাট!

শক্তিশালী অস্ট্রেলিয়াকে চিন্নাস্বামীতে উড়িয়ে দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে ভারত নেতা কোহলিকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হতে পারে ডিআরএস-এ আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু কখনও আমরা ড্রেসিং রুমের দিকে তাকিয়ে অন্য কারোর কাছ থেকে সাহায্য নিই না।”

তথ্য সহ প্রমাণিত বিরাটের অভিযোগ, আইসিসির রোষের মুখে পড়তে পারে স্মিথ

একটু থেমে, “যখন আমি ব্যাট করছিলাম, আমি তখনও এই ঘটনাটি ২-৩ বার ঘটতে দেখলাম। বিষয়টি আমি আম্পায়ারকে জানিয়েছিলাম। আম্পায়াররা সবকিছু জানতেন। আর তাই চতুর্থদিনের ম্যাচে যখন রিভিউ চেয়ে ওরা ড্রেসিংরুমের দিকে তাকালো, আম্পায়ার তা সঙ্গে সঙ্গে বাতিল করে দিলেন। ওদের চুরি ধরা পড়লো। শেষ ২-৩ দিন ধরে এসব দেখছিলাম। এটার একটা শেষ দরকার ছিল। মাঠে ক্রিকেটের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, যে নিয়মগুলি কখনই অমান্য করতে নেই। ম্যাচে স্লেজিং করা কিংবা আক্রমণাত্মক খেলাটা একেবারে আলাদা বিষয়। কিন্তু বেঙ্গালুরু টেস্টে যা হল, সেটা সত্যি আমি মুখে বলে ব্যাখা দিতে পারবো না। তবে এটা নিশ্চিত, এখানে ক্রিকেটের নিয়ম উলঙ্ঘন করা হয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *