বিশ্বকাপজয়ী অন্ধ ক্রিকেট দলকে আর্থিক অনুদান দিতে চায় শ্রীসন্থ 1
এস শ্রীসন্থ

তিনি ভারতের নির্বাসিত তারকা। যতদিন মাঠের মধ্যে ছিলেন, লেখার জন্য মিডিয়ার রসদের কোনও অভাব হয়নি। শুধুমাত্র নিজের বোলিং দিয়েই নয়, বিভিন্ন সময়ে নানান বিতর্কে রীতিমত নিজেকে জীবিত রেখেছিলেন ভারতীয় মিডিয়ায়। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়পেটার কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর বেশ কয়েক বছর হল কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন খবরের কাগজের পাতা ও টিভির পর্দা থেকে। এতদিন পর আবার আত্মপ্রকাশ কেরল এক্সপ্রেস শান্তকুমারণ শ্রীসন্থের। তবে এবার কোনও কেলেঙ্কারির জন্য নয়, মহৎ কাজ করার ইচ্ছায় সংবাদ মাধ্যমের আলোকে এলেন তিনি।

শ্রীসন্থের থেকে অনুপ্রেরণা খুঁজছেন হৃতিক রোশন!

সম্প্রতি ওমানের কিছু জুয়েলারি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ভারতীয় অন্ধ ক্রিকেট দলকে আর্থিক অনুদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই ডানহাতি পেসার। শ্রীসন্থ বলেন, “একটি প্রচারমূলক অনুষ্ঠানে আমি যা টাকা পেয়েছি তা বিশ্বকাপ জয়ী ভারতীয় অন্ধ ক্রিকেট দলকে অনুদান হিসেবে দিতে চাই। তবে এই মুহুর্তে সেই টাকার পরিমান নিয়ে কিছু বলতে চাই না।”

বিসিসিআইকে বুড়ো আঙুল, মাঠে নামছেন শ্রীসন্থ

প্রসঙ্গত উল্লেখ্য, এই বিশ্বকাপ চলাকালীন কোচিতে ভারত-অস্ট্রেলিয়া খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন শ্রীসন্থ। সম্প্রতি নিজের ওপর থেকে বিসিসিআইয়ের খেলার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তিনি কেরল হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদন অনুযায়ী কেরল হাইকোর্ট থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) এক নোটিসও পাঠান হয়েছে গত শুক্রবার। এই নিষেধাজ্ঞা উঠলেই আবার বাইশগজে দেখা যাবে ডানহাতি এই পেসারকে। তবে তা ভারতে নয়, স্কটিস প্রিমিয়ার লিগে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *