ভারতীয় দলে ফেরার যাত্রা কঠিন হয়ে গেল রোহিতের 1
রোহিত শর্মা

ভারতীয় জাতীয় দলে ফেরা বেশ কঠিন হয়ে গেল মুম্বইকর রোহিত শর্মার কাছে।বিজয় হাজারে ট্রফিতে ভাল খেলে বেশ কিছু জাতীয় দলের ক্রিকেটার ভারতীয় দলে ফেরার চেষ্টা করছে। সেই জায়গায় রোহিতের এই ট্রফিতে বিশেষ প্রদর্শণ না করতে পারা, তাঁর ভারতীয় দলে ফেরার প্রতিবন্ধক হয়ে দাঁড়াল।
বিজয় হাজারেতে অন্ধপ্রদেশের সঙ্গে খেলায় চার নম্বরে ব্যাট করতে নামে রোহিত। ৩১ রানে দূটি উইকেট খুঁইয়ে সেইসময় বেশ খারাপ অবস্থায় ছিল মুম্বই। মাঠে নেমে শুরুটা বেশ দারুণ করেছিল রোহিত। দু’টি বাউন্ডারি মেরে ১৬ রান করার পরই ছন্দপতন হয় ভারতের এই বিস্ফোরক ওপেনারের। অন্ধ্রর পি গোপিনাথ রেড্ডির বলে ক্যাচ তুলে প্যাভেলিয়নের দিকে যাত্রা করেন তিনি।

২০১৬-র সেরা টি-২০ আন্তর্জাতিক একাদশ


দলে প্রত্যাবর্তনের বিষয়ে বিসিসিআই কিছু নতুন নিয়ম বানিয়েছে। চোট পেয়ে জাতীয় দলের বাইরে গেলে শুধুমাত্র ফিটনেস টেস্টই নয়, রীতিমত ঘরোয়া ক্রিকেটে ভাল প্রদর্শন করার পরই হবে দলে যায়গা। সেই দিকেই তাকিয়ে ভারতের পেস অস্ত্র মহম্মদ সামি থেকে রোহিত শর্মা। কিন্তু রোহিতের জন্য এই প্রতিযোগীতা বেশ কঠিন হয়ে গেল। কারণ, তাঁর কাছে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে নিজেকে প্রমান করার জন্য। ৬ মার্চ ভাল খেলে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে না পারলে হয়তো দলে ফেরা হবেনা রোহিতের। ভারতীয় ওয়ান ডে দলে কার্যত কে এল রাহুলের জায়গা পাকা এখন। টেস্টে ধারাবাহিকভাবে রাহুলের প্রদর্শনে যারপরনাই খুশি নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্ট। এখন বিরাট কোহলি রাহুলের সঙ্গে ওপেন করতে নামলেও তা বেশিদিন দেখা যাবেনা। ওদিকে শিখর ধবনও বহুদিন হল ফর্মের বাইরে। তাই এটাই রোহিতের জন্য যোগ্য সুযোগ ভারতীয় দলে ফেরার।

যে ১০ ক্রিকেটার দুটি দেশের হয়ে ক্রিকেট খেলেছেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *