পুনের পিচ নিয়ে বিসিসিআইকে নোটিস আইসিসির 1
পুনের খলনায়ক পিচ

পুনের পিচ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছেনা ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর পাণ্ডুরঙ্গ সালগাওকারের পর এবার খোদ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কোপে পড়ল বিসিসিআই।পুনের ম্যাচ রেফারি ক্রিস বোর্ডের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে, পুনের পিচকে খারাপ পিচ হিসেবে ঘোষণা করল সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। কেন এধরনের পিচ বানানো হল? এই বিষয়ে জবাব তলব করে ইতিমধ্যেই বিসিসিআইকে নোটিস পাঠিয়েছে আইসিসি। দু’সপ্তাহের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে।
পুনে টেস্টে তিনদিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়া ও ভারতের নিন্দনীয় পরাজয় আলোড়ন ফেলেছিল ক্রিকেট মহলে। প্রাক্তণ ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, সবাই এই পিচ দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তাই আসল কারণ জানতে ম্যাচ রেফারিকে রিপোর্ট জমা দিতে বলা হয়।সেই রিপোর্ট পর্যালোচনা করেন আইসিসি জেনারেল ম্যানেজার- ক্রিকেট জিওফ এল্যারডিস ও রঞ্জন মধুগুলে এবং পিচকে দোষী সাব্যস্ত করেন।পুনের পিচ রুক্ষ ও ঘাসহীন তৈরি করার পিছনে টিম ম্যানেজমেন্টের নির্দেশ ছিল তাও উল্লেখ করেছে আইসিসি তাদের রির্পোটে।
পুনে নিয়ে জলঘোলা চললেও আপাতত বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে কোহলি ব্রিগেড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *