রাসেল থাকছে কেকেআরেই 1

কলকাতার হয়েই খেলবে আন্দ্রে রাসেল। জানালেন কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর। সাহসী এই ঘোষণার মাধ্যমে কার্যত রাসেলের পাশে আছি এমনটাই বার্তা দিল কেকেআর। ২০১৬ সালে ডোপ টেস্টে দোষী সাব্যস্ত হওয়ার পর, ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনে পাঠানো হয়েছে তাঁকে। সমস্ত ক্রিকেট দুনিয়া যখন রাসেলের বিপক্ষে দাঁড়িয়েছে, ঠিক সেইসময়ে অসাধারন এই অলরাউন্ডারের পাশে দাঁড়াল কেকেআর।
ডোপ টেস্টে দোষী হওয়ার জন্য এবছর আইপিএলে কলকাতার জার্সি গায়ে দেখা যাবে না ক্যারিবিয়ান এই ক্রিকেটারকে। তা হলেও বা কী, কেকেআর স্কোয়াডের অন্যতম গুরুত্ত্বপূর্ণ এই খেলোয়ারকে হাতছাড়া করতে চায়না কেকেআর। আপিএল এর আগামী সংস্করণে সমস্ত ক্রিকেটারকেই নিলামে তোলা হবে। পুরনো ক্রিকেটারদের ধরে রাখার ব্যাপারে তেমন কোনও গাইডলাইন নেই। তাই কলকাতা কোনও ভাবেই রাসেলকে ছাড়তে চাইছে না।
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, রাসেল ‘প্রশাসনিক গাফিলতি’র শিকার।জামাইকা ডোপিং বিরোধী সংস্থা গতবছরেই অভিযোগ করেছিল ২০১৫ সালে ‘হেয়ার অ্যাবাউট ক্লজ’এর নির্দিষ্ট শর্ত পূরণ করেননি। এই ঘটনার পরই চলতি বছরে রাসেলকে ওয়াডার তরফে সাসপেন্ড করা হয়। মাইসোর আরও বলেন, ‘কোথাও একটা সমস্যা হচ্ছে। তবে আমরা জানি, রাসেল মোটেই দোষী নয়। এই বছরে ওকে না পাওয়া গেলেও এখনই ওকে রিলিজ ক্রা হচ্ছে না। পরের বছর রিটেনশন পলিসি অনুযায়ী ওকে ধরে রাখার প্রচেষ্টা চালানো হবে।’
ব্যাট করতে নেমে প্রায় ১৫০ এর ওপর স্ট্রাইক রেট বজায় রাখা এই অলরাউন্ডার গুরুত্ত্বপূর্ণ সময়ে উইকেট নিতেও সক্ষম। বিগত কয়েকটি সিজনে রাসেল কেকেআরের হয়ে ১৬০ স্ট্রাইক রেটে ৫০০’র বেশি রান করেছে। কাজেই এমন একটি রত্নকে দলে রাখতে কেকেআর যে সমস্তরকম প্রচেষ্টা চালাবে তা বলাই বাহুল্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *