চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের নাম তুলে নিতে পারে বিসিসিআই! 1

 

আসন্ন সময়ে ইংল্যান্ড ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর সেটা তৈরি করল স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, দুবাইয়ে চলতে থাকা আইসিসির মিটিংয়েই ‘বিগ-থ্রি’ নীতির সমাপ্তি ঘটলে, বিসিসিআই নাকি হুমকি স্বরূপ সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় দলের নাম তুলে নেওয়ার কথা জানাবে।

২০১৪ সালে এন শ্রীনিবাসনের আমলে পাস হওয়া ‘বিগ-থ্রি’ নীতিতে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সম্ভাব্য আয়ের ভাগ বণ্টনের একটা বর্ণনা দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল, আগামী ৮ বছরে আইসিসির আয়ের ২৭.৪ শতাংশই যাবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া জোটের কাছে।যার মধ্যে অস্ট্রেলিয়া পাবে ২.৭ ভাগ অর্থ।ইংল্যান্ডের ভাগে জুটবে ৪.৪ অংশ।এবং ভারত একাই পাবে ২০.৩ ভাগ।

বর্তমান সময়ে ‘বিগ-থ্রি’ নীতি তুলে দিয়ে আইসিসির নতুন আর্থিক বন্টন নিয়ম জারি হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই মুহূর্তে বিসিসিআইয়ের মধ্যে যে ডামাডোল চলছে, তাতে আইসিসির পক্ষে এই ‘বিগ-থ্রি’ মডেল তুলে দেওয়াটা খুব একটা কষ্টকর কাজ হবে না।এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনও গতি নেই বলে মনে করছেন বোর্ডের এক প্রাক্তন সদস্য।

দুবাইয়ে দু’দিনের চলতে থাকা আইসিসি-র মিটিংয়ে সুপ্রিমকোর্ট দ্বারা নিযুক্ত বোর্ড প্রশাসক বিক্রম লিমায়ে, বোর্ড সচিব অমিতাভ চৌধুরি এবং কোষাধক্ষ্য অনিরুদ্ধ চৌধুরিরা হয়তো সভায় এই পথে হাঁটবেন বলে মনে করছেন বিসিসিআইয়ের ওই প্রাক্তন কর্তা। তিনি বলেন, ‘আইসিসি নতুন আর্থিক বন্টন নীতি প্রয়োগ করে ‘বিগ -থ্রি’ মডেল তুলে দিতে চাইলে বিসিসিআইয়ের উচিত হবে সামনের জুনে ইংল্যান্ডে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের নাম তুলে নেওয়া।কারণ, বিগ-থ্রি মডেল উঠে গেলে বিসিসিআই বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *