দ্বিতীয় টি-২০ ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ 1

বিশেষ প্রতিবেদন: দুর্দান্ত জয় পাওয়ার পর কানপুরের হার কিছুটা হলেও ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে বিরাট কোহলির দলকে। তাই কুড়ি-বিশের সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের জয়ের আঙিনায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।

রবিবার নাগপুরে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে যে ভুলগুলি হয়েছে, সেগুলি আর এখানে করতে চাইছে না ভারতীয় দল। কানপুরের ম্যাচে কোহলির বেশ কয়েকটি সিদ্ধান্ত ক্রিকেট বিশেষজ্ঞদের মনে প্রশ্ন তুলেছে। এর মধ্যে একটি হল ঋষভ পন্থকে বাদ দেওয়া। তারওপর নিজে ওপেন করতে এসে আরও চমকে দেন ভারত অধিনায়ক। বিরাট ওপেন করায় স্বাভাবিকভাবেই ভারতের মিডলঅর্ডার অনেকটাই শক্তি হারায়।

টিম ইন্ডিয়ার এখন লক্ষ্য হল, প্রথম ম্যাচের হারের কথা ভুলে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেওয়া। এই ম্যাচেকে সামনে রেখে দলের কয়েকটি পরিবর্তন বেশ জরুরি। আসলে প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর ইংলিশ দলকে হারাতে হলে খেলার ‘মুখ’ পাল্টাতেই হবে বিরাট কোহলির দলকে। সেক্ষেত্রে বাদ দেওয়া যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। এটা শুনতে বেশ অদ্ভুত লাগলেও, আগামীদিনের কথা ভেবে তাঁর জায়গায় কোন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়াটাই শ্রেয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আর ধোনির লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ। সেক্ষেত্রে তাঁকে ৫০ ওভারের ক্রিকেটে সীমাবদ্ধ রেখে কুড়-বিশের ক্রিকেটে দলে তাজা রক্ত চাইছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় টি-২০ ম্যাচের জন্য কেমন হতে পারে ভারতের প্রথম একদাশ:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *