এই ইংল্যান্ড প্লেয়ারকে আরসিবিতে চান কোহলি 1

সদ্য ঘরের মাঠের তিন ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে কোহলিবাহিনী।তবে ওই সিরিজে ইংল্যান্ড দলের অলরাউন্ডার ক্রিকেটার বেন স্টোকসের পারফরম্যান্স সবাইকে রীতিমতো মুগ্ধ করে দিয়েছে।তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের(৫৭ রানে নক আউট এবং ৬৩ রানে তিন উইকেট তুলে নেওয়া)ওপর ভর করে শেষ একদিনের ম্যাচে ইডেনে ভারতকে ৫ রানে হারিয়ে দেয় ব্রিটিশরা। স্টোকের এমন মারকাটারি পারফরম্যান্সকে মাথায় রেখে আরসিবি নেতা কোহলি এবার তাঁকে সামনের আইপিএলে নিজেদের দলে চাইছেন।আর এ ব্যাপারে কোহলি নাকি এরইমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিকে পরবর্তী নিলামে স্টোককে নিয়ে ভাবার কথা জানিয়েছেন।

আইপিএল ২০১৭: প্রতি দলের ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা

ক’দিন আগে কোহলি ঘনিষ্ট মহলে স্টোকসে আইপিএলে নিজের দলে নেওয়ার কথা জানিয়েছেন।এমনকি চলতি দ্বিপাক্ষিক সিরিজেও তিনি এই ইংরেজ অলরাউন্ডার ক্রিকেটারটিকে আগামী মাসে বেঙ্গালুরুতে হতে চলা আইপিএল নিলাম থেকে তাঁকে আরসিবিতে তুলে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন।২৫ বছর বয়সি স্টোকসও এরইমধ্যে মিডিয়ার সামনে সামনের আইপিএলে খেলার আগ্রহের কথা জানিয়েছেন।ক’দিন আগে তিনি বলেছেন, ‘ভিন্ন কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করতেই সামনের আইপিএলের নিলামে নিজের নাম নথিভুক্ত করলাম।আইপিএল খেলার সুযোগ পেলে আশা করছি, সেটা আমাকে উ্পমহাদেশের উইকেটে ভালো খেলার রসদ জোগাতে সাহায্য করবে।শুধু আমি নয়, সামনের আইপিএলে বর্তমান ইংল্যান্ড দলের বেশকিছু প্রতিভাবান ক্রিকেটার খেলার আশা প্রকাশ করেছেন।’ একটু থেমে, ‘এটা যতই টি-২০ প্রতিযোগিতা হোক না কেন, এই প্রতিযোগিতায় তুমি বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে।’

আইপিএল ২০১৭ঃ প্রতি দলের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *