স্মারক হিসাবে ধোনির সই করা বল পেয়েছি : বিরাট 1

নিজের ব্যাটিং এবং অধিনায়কত্ব দুটিতেই দিন দিন আরও ক্ষুরধার হয়ে উঠছেন বিরাট কোহলি।সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ জিতে নিয়েছে বিরাটের ভারত।রবিবার ইডেনে ম্যাচ শেষ হওয়ার পর এক সাক্ষাৎকারে ‘বিসিসিআই টিভি’-কে বেশ কিছু কথা জানালেন ভারত অধিনায়ক। তারই কিছু নিচে তুলে ধরা হল-

১. এই সিরিজ (একদিনের) জয়ের পরে স্মরণীয় কিছু পেলেন?- ইংল্যান্ডের বিরুদ্ধে কটকে দ্বিতীয় ম্যাচের পরে ধোনি আমাকে ম্যাচ বলটা দিয়েছিল।এখন তো স্মারক হিসাবে উইকেট আর বাড়ি নিয়ে যাওয়া যায় না।কটকে ম্যাচ-বলটা আমরা হাতে দিয়ে ধোনি বলে, ‘একদিনের অধিনায়ক হয়েই তুমি সিরিজ জিতলে।এটা মনে রাখার মত ব্যাপার।’ ওই বলটিতে ধোনি সই-ও করেছিল।সিরিজ জয়ের বলে ওঁর সই পাওয়াটাও আমার কাছে মনে রাখার মত।

২. অধিনায়ক হয়ে আপনি একসময় বলেছিলেন, ‘এখন কিছু করে দেখানোর সময়।’ – হ্যাঁ, আমাদের টিম লড়াকু মনোভাব দেখিয়ে ম্যাচ জিতছে। তরুণ ক্রিকেটারদের মধ্যে নাছোড়বান্দা মনোভাব দেখা যাচ্ছে।দেশের হয়ে ম্যাচ জেতার মত আনন্দ-গর্ব অন্য কিছুতে নেই।এই সিরিজেই আমাদের ছেলেরা যা পারফরম্যান্স মেলে ধরেছে, তাকে সাধুবাদ জানাতেই হবে।তরুণদের মধ্যে বিশেষ করে কেদার যাদব ও হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের কথা উল্লেখ করতে হবে।

৩. একদিনের সিরিজ থেকে তিনটি পাওনা- ক) সিরিজে কেদার যাদবের ব্যাটিং। খ) দ্বিতীয় ম্যাচে ধোনি এবং যুবরাজের দুরন্ত ব্যাটিং ও ডেথ ওভারে ভুবনেশ্বর কুমারের বোলিং। গ) তৃতীয় ম্যাচে হার্দিক পান্ডিয়া ও কেদার যাদবের পার্টনারশীপ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *