ভিডিও - স্প্যাইক্যামে বঞ্চিত ধোনির ছয়, সেই নিয়ে ঠাট্টা বিরাটের! 1

সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটে এসেছে নিত্য নতুন প্রযুক্তি।, মাঠে কি ঘটছে তা ধরার জন্য যেমন একাধিক ক্যামেরা থাকে, তেমনই এখন থাকে স্পাইডার-ক্যামেরাও।যার নজর থাকে মাঠের সর্বত্র।ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি সমস্ত খুঁটিনাটি এই স্পাইডার-ক্যামেরায় ধড়া পড়ে।মাঝে বেশ কয়েক’বার দেখা গিয়েছে,  ম্যাচে ব্যাটসম্যানের জোরালো শট সেই ক্যামেরাতে গিয়ে আঘাত হানছে।বৃহস্পতিবার সেই রকমই একটা ঘটনার সাক্ষি থাকল কটকের বারাবাটি স্টেডিয়াম।

এদিন বারাবাটিতে চলছিল ভারত-ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ।প্রথমে ব্যাট করতে নামা ভারতের ইনিংসে তখন ৪৩-তম ওভারটি শুরু করছেন ক্রিস উকস। ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।ওভারের প্রথমটি ছিল একটি ‘শর্ট’ বল।যা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জোরালোভাবে হিট করেন ধোনি।যখন সবাই ধরে নিয়েছে একটা ছয় পেতে চলেছে দল। এবং ধোনি শতরানের দোরগোড়ায় (৯৯)।তখনই সেই বল গিয়ে লাগে স্পাইডার-ক্যামেরাতে।ধোনি এবং ভারত একটি নিশ্চিত ছয় পাওয়া থেকে বঞ্চিত হয়।

https://www.youtube.com/watch?v=8WcA4v39bKI

ধোনির রান তখন ছিল ৯৩।বল বাউন্ডারির ওপারে পড়লে সেঞ্চুরি থেকে একধাপ নীচে থেকে যেতেন।যেহেতু উকসের এই বলটি ছিল ‘নো’ বল, তাই ভারত একটি ফ্রি-হিট থেকেও বঞ্চিত হয়।

ওই ঘটনাটির পর অবশ্য আরও একটি ঘটনা দেখে অবাক হতে হয় গোটা ক্রিকেটবিশ্বকে।ধোনির ওই ছয় রান বাতিল হয়ে যাওয়ার পর প্রথমে কিছুটা অবাক হওয়ার পরে ড্রেসিংরুমে হেসে লুটিয়ে পড়তে দেখা যায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। সেখানে তাঁকে যোগ্য সঙ্গত দেন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলেও।ধোনি অবশ্য সে সবের ধার না ধেরে, পরের বলেই ছক্কা হাঁকান।এবং স্বভাবসিদ্ধ মেজাজে নিজের ওয়ানডে কেরিয়ারে ১০তম শতরান হাঁকিয়ে বসেন মাহি।প্রসঙ্গত এই ম্যাচে ধোনি ১৩৪ রান করেন।

https://twitter.com/cricketworms/status/822045113190907904?ref_src=twsrc%5Etfw

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *