সিনিয়র খেলোয়াড়দের দারুণভাবে সামলেছে ধোনি : কুম্বলে 1

২০০৮ সালে যাঁর জায়গায় টেস্ট দলের অধিনায়ক হন মহেন্দ্র সিং ধোনি, তিনি একদা ধোনির টিমমেট তথা বর্তমানে ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। তিনি বলছেন, দলের সিনিয়র প্লেয়ারদের দুর্দান্তভাবে ম্যানেজ করেছেন ধোনি।

২০০৮ সালে ধোনির হাতে টেস্ট দলের দায়িত্ব ছাড়া সম্পর্কে কুম্বলে বলছেন, “তখন আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা কঠিন ছিল না। কারণ আমি ছিলাম সিনিয়র এবং তখন আমাকেই বলা হয়েছিল, ধোনিকে অধিনায়কত্ব নেওয়ার জন্য বলতে। এর কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপ জিতে ধোনি নিজের ক্লাস দেখিয়ে দিয়েছে। আর টেস্ট দলের অধিনায়কত্ব করার জন্য ও তখন পুরো তৈরি ছিল।”

কুম্বলে মনে করছেন, অধিনায়ক হওয়ার সময় ধোনির কাছে একটা কঠিন কাজ ছিল, দলের সিনিয়র প্লেয়ারদের সামলানো।

প্রসঙ্গত, ২০০৮ সালে অস্ট্রেলিয়াতে একটি তিন-দেশীয় সিরিজে ২ জন সিনিয়রকে বাদ দিয়ে দেন ধোনি। কুম্বলে বলছেন, “ধোনি যখন অধিনায়ক হয়, তখন দলের অনেক সিনিয়র ক্রিকেটার ছিল। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ওর পক্ষে সহজ ছিল না। কিন্তু ও শুধু সিনিয়রদের থেকে সেরাটাই বের করে আনত না, টিমের জন্য যেটা সেরা সেটাও বের করে আনত।”

অতীতে ভারতীয় দল বিভিন্ন সময়ে ‘পরিবর্তন’-এর মধ্যে দিয়ে গিয়েছে। যেমন সৌরভ গঙ্গ্যোপাধ্যায় ও পরে শচীন তেন্ডুলকের অবসরের পরবর্তী সময়ে। এবার তেমনই একটা সময় আসতে চলেছে, যখন ধোনির জায়গায় একদিনের ও টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি দলের নেতৃত্বভার তুলে নিচ্ছেন, আর সেই দলে থাকছেন ধোনি স্বয়ং। বিরাটের এই অভিযান শুরু হচ্ছে রবিবার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *