কাবাডি বিশ্বকাপ ফাইনালে ইরানের বিরুদ্ধে ভারতের দুর্ধর্ষ জয়ের টুইটার প্রতিক্রিয়া 1

শনিবার কাবাডি বিশ্বকাপ ফাইনালে ভারত এক অনবদ্য প্রত্যাবর্তন ঘটিয়ে ইরানকে ৩৮-২৯ ব্যবধানে হারিয়ে পরপর তৃতীয়বার কাবাডি বিশ্বকাপ অর্জন করল। বিশ্বকাপের আয়োজক ভারত এদিন ম্যাচের প্রথমার্ধ শেষে ১৮-১৩ ব্যবধানে পিছিয়ে থাকে ইরানের কাছে। তবে দ্বিতীয়ার্ধে মূলত ভারতীয় দলের তারকা আক্রমণকারী অজয় ঠাকুরের অসাধারন পারফরম্যান্সের দৌলতে ভারত শেষপর্যন্ত ৩৮-২৯ ব্যবধানে জয়ী হয়। অজয় ঠাকুর ছাড়াও নিতিন তোমরেরও ভারতের এই জয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০১৬-র কাবাডি বিশ্বকাপ ছিল কাবাডি বিশ্বকাপের তৃতীয় সংস্করণ যেখানে ভারত প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রতিবারই তারা ফাইনালে ইরানকে পরাস্ত করেই বিশ্বকাপ জিতেছে।

এবার আমরা দেখে নেব এই ঐতিহাসিক ম্যাচের কিছু সেরা টুইটার প্রতিক্রিয়াগুলিঃ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *