ধোনির সিদ্ধান্তে কথা বলার সময় শাস্ত্রী, একহাত নিলেন গাঙ্গুলির 1

কাউকে কিছু না বুঝতে দিয়ে হঠাৎ গত বুধবার রাতে সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ক্যাপ্টেন কুল’-এর হঠাৎ এই সিদ্ধান্তে নিজের মতো করে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন৷ সেই তালিকায় অনেকের পাশাপাশি এবার নাম জুড়লো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ কাম ডিরেক্টর রবি শাস্ত্রী৷ ভারতের এই প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির এই কঠিনতম সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এক প্রতিক্রিয়ায় রবি শাস্ত্রী বলেন, ‘দাদা ক্যাপ্টেন, তোমাকে আমি আন্তরিকভাবে সালাম জানাতে চাই’ (এখানে দাদা বলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নয়, শাস্ত্রী ক্যাপ্টেন কুল ধোনিকে সম্বোধন করে ডেকেছেন)।

সীমিত ওভার ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মাহি নাকি কারোর সঙ্গে আলোচনা করেননি। ফলে তাঁকে বুঝিয়ে ওই দায়িত্বে ফের ফিরিয়ে আনার কোনও উপায়ও ছিল না ধোনি শুধুমাত্র বেরিয়ে এলেন, আর নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। এই সিদ্ধান্ত অনেকের বিস্ময়কর হলেও বিন্দুমাত্র বিস্মিত করেনি রবি শাস্ত্রীকে৷ এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একবিন্দুও বিস্মিত নই৷ আসলে ধোনি এবং অন্যান্য ক্রিকেটারদের মধ্যে বিস্তর ফারাক। ধোনি পদলোভী নয়৷ জোর করে পদ আঁকড়ে রাখার মানুষ নয় ও। আমি জানতাম, ধোনি কখনও সিংহাসনের পিছনে দৌড়বে না। নিজের মতো করে ক্রিকেটটা খেলতে চায়। এভাবেই খুশি থাকতে চায়৷কারণ ধোনি সত্যি ধোনি।

এদিকে, রবি শাস্ত্রীর মহেন্দ্র সিং ধোনিকে ‘দাদা’ বলে মন্তব্যে করায় ভারতীয় ক্রিকেট মহলে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন ধোনিকে ‘দাদা’ বলে শাস্ত্রী পরোক্ষে সৌরভকেই কটাক্ষ করতে চেয়েছেন। কারণ, এর আগে কখনওই তিনি ধোনিকেদাদাবলে ডাকেননি।সেখানে সৌরভই ভারতীয় ক্রিকেটেদাদানামে পরিচিত৷ সৌরভশাস্ত্রীর সম্পর্ক কখনই ভাল ছিল না৷ সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগের সময় সেই তিক্ততা আরও বেড়ে যায়৷অনেকের মতে, শাস্ত্রী এটা জোর করেই ঝোপ বুঝে কোপ মেরেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *