ভারত সিরিজের জন্য় অবশিষ্ট দল ঘোষণা করল নিউজিল্য়ান্ড 1

আগামী বাইশ অক্টোবর থেকে ভারত ও নিউজিল্য়ান্ডের মধ্য়ে সীমিত ওভারের ক্রিকেটে সিরিজ শুরু হচ্ছে। সিরিজে তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজ ও টি-২০ সিরিজ খেলা হবে। মুম্বইতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্য়াচের আগে দুটি গা-ঘামানোর ম্য়াচ খেলবে কিউয়ি টিম। গত শুক্রবার (তেরো অক্টোবর) তারকা ক্রিকেটার রস টেলরসহ নজন কিউয়ি ক্রিকেটার ভারতে এসে পৌঁছেছেন। শনিবার (চোদ্দ অক্টোবর) নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার জন্য় বাকি ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। অবশিষ্ট কিউয়ি টিমের স্কোয়াডে আটজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য় বিষয় হলো ভারত সিরিজের জন্য় সতেরো জনের যে স্কোয়াড ঘোষণা করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড, তাতে আটজন ক্রিকেটার নিউজিল্য়ান্ড-এ দলের। সম্প্রতি তাঁরা ভারতীয়-এ দলের বিরুদ্ধে সিরিজে অংশ নিয়েছিলেন।

একদিন আগেই কোচ মাইক হেসন ও অধিনায়ক কেন উইলিয়ামসন সহ নজন ক্রিকেটার ভারতে এসে গিয়েছেন। শনিবার বা রবিবারের মধ্য়ে নিউজিল্য়ান্ড-এ দলের ওই আট ক্রিকেটার ভারতে এসে পৌঁছবেন। ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফর্ম করার সুবাদে ওই আট ক্রিকেটারকে ভারতে পাঠাচ্ছে নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ড। এখানে বলে রাখা ভালো, ভারতের মতো নিউজিল্য়ান্ড ক্রিকেট টিমও ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ভারতে আসতে চলা তরুণ ক্রিকেটারদের মধ্য়ে অনেককেই পরবর্তী বিশ্বকাপ খেলতে দেখা যেতে পারে।

নিউজিল্য়ান্ড-এ দলের হয়ে খেলা জর্জ ওয়ার্কার, কলিন মুনরো, ইশ সোধি, হেনরি নিকোলস, টড অ্য়াসল, ম্য়াট হেনরি, গ্লেন ফিলিপ্স, টম ব্রুসরা ভারতীয়-এ দলের বিরুদ্ধে নজর কাড়া পারফর্ম করেছেন সদ্য়সমাপ্ত টেস্ট ও একদিনের সিরিজে।। এদের মধ্য়ে সোধি, মুনরো, নিকোলস ও ম্য়াট স্কোয়াডে ফের জায়গা পেতে চলেছেন। তবে, ওয়ার্কার, অ্য়াসল, ফিলিপ্স ও ব্রুসের জন্য় এটি দ্বিতীয় সুযোগ জাতীয় দলের মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের দাবি আরও জোরদার করার।

নিউজিল্য়ান্ড ভারতের পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য় বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে মুম্বইয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার ব্রেবোর্ন স্টেডিয়ামে সতেরো ও ঊনিশে অক্টোবর দুটি সীমিত ওভারের ওয়ার্ম-আপ ম্য়াচ খেলবে।

ভারত সিরিজের জন্য় সতরো সদস্য়ের নিউজিল্য়ান্ড স্কোয়াড কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্রান্ডহোমে, মার্টিন গাপ্টিল, টম ল্য়াথাম, আ্য়াডাম মিলনে, মিচেল স্য়ান্টনার, টিম সাউদি, রস টেলর, জর্জ ওয়ার্কার, কলিন মুনরো, ইশ সোধি, হেনরি নিকোলস, টড অ্য়াসল, ম্য়াট হেনরি, গ্লেন ফিলিপ্স ও টম ব্রুস।

 

ভারত-নিউজিল্য়ান্ড সীমিত ওভারের সিরিজের ক্রীড়াসূচি

ওয়ার্ম-আপ ম্য়াচ ১৭ অক্টোবর, ২০১৭ সিসিআই, মুম্বই
ওয়ার্ম-আপ ম্য়াচ ১৯ অক্টোবর, ২০১৭ সিসিআই, মুম্বই
প্রথম একদিনের আন্তর্জাতিক ম্য়াচ ২২ অক্টোবর, ২০১৭ মুম্বই
দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্য়াচ ২৫ অক্টোবর, ২০১৭ পুনে
তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্য়াচ ২৯ অক্টোবর, ২০১৭ উত্তর প্রদেশ ক্রিকেট আ্য়াসোসিয়েশন – লখনউ
প্রথম টি-২০ আন্তর্জাতিক ১ নভেম্বর, ২০১৭ দিল্লি
দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক ৪ নভেম্ব রাজকোট
তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ৭ নভেম্বর তিরুবনন্তপুরম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *