হায়দরাবাদেই হবে ভারত-বাংলাদেশ টেস্ট 1

গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচটি আয়োজনে অপরাগ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজক হওয়ার নাম প্রত্যাহার করে নেওয়ার কারণ হিসেবে হায়দাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আর্থিক সমস্যার কথা জানিয়েছিল। তবে এদিন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে জন মেজর জানিয়ে দিলেন, হায়দরাবাদ ভারত-বাংলাদেশ টেস্ট আয়োজন করতে প্রস্তুত তারাএর ফলে সামনের মাসে হায়দরাবাদেই বহুপ্রীক্ষিত ভারতবাংলাদেশ টেস্টটি ম্যাচটি শেষমেশ আয়োজিত হতে চলেছে এ বিষয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব কে জন মেজর বলেন, আমরা কোনওদিনই টেস্ট ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আপত্তি জানাইনি আমরা এরইমধ্যে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ আয়োজনের প্রস্তুতিও শুরু করে দিয়েছি তা সত্ত্বেও গুজব রটে গেল, হায়দরাবাদ নাকি ওই টেস্ট ম্যাচটি আয়োজন করতে অপরাগ। আমাদের ধারণা, বিসিসিআইএর অপসারিত কর্মকর্তারাই এই সব গুজব রটাচ্ছেন।”

ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল ২০০০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এরপর গত ১৬ বছরে দুই দেশের মধ্যে ৭টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে সব মিলিয়ে দুই দেশের মধ্যে মোট ৮টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে এবং সবগুলোই বাংলাদেশের মাটিতে এই প্রথম ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ম্যাচ। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিটির সুপারিশ কার্যকর হওয়া এবং বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর সচিব অজয় শিরকে অপসারিত হওয়ায় রাজ্য সংস্থাগুলিও বিভিন্ন সমস্যায় পড়েছে। যদিও হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিবের দাবি, তাঁদের হাতে টেস্ট আয়োজনের জন্য পর্যাপ্ত অর্থ আছে। ফলে কোনও সমস্যা হবে নাবাংলাদেশ দল আবার ওই টেস্ট ম্যাচের এক সপ্তাহ আগেই হায়দরাবাদে চলে আসতে চাইছে। তারা একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, প্রস্তুতি ম্যাচের জন্যও তাদের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। এদিকে আবার হায়দরাবাদে ভারতবাংলাদেশের একমাত্র টেস্ট ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সেটা নাকি একদিন পিছিয়ে আয়োজনের কথা জানিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের তথ্য মতে ওই টেস্টটি শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *