প্রথম অনুশীলন ম্যাচে নামছেন অধিনায়ক ধোনি 1

গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের হৃদস্পন্দন প্রায় থামিয়ে গত বুধবার ভারতের একদিন এবং টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ালেও ভবিষ্যতে ধোনি ভারতীয় দলে একজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবেন। হঠাৎ তিনি কেন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু না জানালেও, অনেকে জানিয়েছেন মাহি ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে নেতৃত্বের বোঝা কাঁধ থেকে নামিয়ে রাখলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচটি চলতি জানুয়ারির ১৫ তারিখে পুণেতে খেলতে চলেছে ভারত। সে ম্যাচে দলের বাকিদের সঙ্গে মাঠে নামবেন ক্যাপ্টেন কুল ধোনি। এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজেও তিনি থাকছেন তালিকার সর্ব প্রথমে। প্রথমে শোনা গিয়েছিল বিনা অনুশীলন ম্যাচ খেলে দীর্ঘদিন পর ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করতে চলেছেন ধোনি। তবে জাতীয় দলের জার্সি গায়ে গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলা ধোনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামার আগে একটি অনুশীলন ম্যাচ খেলতে চলেছেন।

গত ৪ঠা জানুয়ারি দেশের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেও, ধোনির নেতৃত্বে ইংল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে মুম্বইয়ে আগামী ১০ই জানুয়ারি প্রথম অনুশীলন ম্যাচটি খেলবে ভারতের ‘এ’ দল।

অন্যদিকে ইংল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে দ্বিতীয় অনুশীলন ম্যাচটির জন্য সম্পূর্ণ অন্য ভারতীয় ‘এ’ দল ঘোষণা করেছে বিসিসিআই। এই ম্যাচে ভারতীয় ‘এ’ দলের হয়ে অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় অনুশীলন ম্যাচটি হবে আগামি ১২ই জানুয়ারি। তবে দু’টি অনুশীলন ম্যাচই অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ব্রাবোর্ণ স্টেডিয়ামে।

এবার আমরা দেখে নেব দু’টি অনুশীলন ম্যাচের ঘোষিত ভারতীয় ‘এ’ দল।

প্রথম অনুশীলন ম্যাচের জন্য ভারতীয় ‘এ’ দলঃ মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মনদীপ সিং, আম্বাতি রায়াডু, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, কুলদীপ নায়ার, আশিষ নেহরা, মোহিত শর্মা, এস কাউল এবং যুজবেন্দ্রার চাহ্বল।

দ্বিতীয় অনুশীলন ম্যাচের জন্য ভারতীয় ‘এ’ দলঃ অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিশভ পান্থ, সুরেশ রায়না, দীপক হুডা, ইশান কিশান, শেলডন জ্যাকসন, বিজয় শংকর, শাহবাজ নাদিম, পারভেজ রাসুল, বিনয় কুমার, প্রদীপ সাংওয়ান এবং অশোক দিন্দা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *