আরও এক ক্রিকেটার ভারতীয় দলকে বিদায় জানালেন 1

লোধা কমিশনের সুপারিশকে মাথায় রেখে গত ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মেনে এবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ভারতের প্রাক্তন টেস্ট দলের অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। এমসিএ-কে দেওয়া একটি চিঠিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক বেঙ্গসরকার বলেন, ‘গত ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের কথা মাথায় রেখে আজ আমি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতির পদ থেকে ইস্তফা জানাতে চলেছি।’ এমসিএ-র সহ সভাপতির পদ থেকে বেঙ্গসরকারের ইস্তফা দেওয়ার অনেক আগেই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শরদ পাওয়ার।২০১৬ সালের ১৮ জুলাইয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে জানানো হয়েছিল, ৭০ বছর বয়সের ওপর কোনও ব্যাক্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি কোনও অ্যাসোসিয়েশনের বিশেষ কোনও পদে থাকবেন না। সেই মোতাবেক এরই মধ্যে ব্রিজেশ প্যাটেল, শরদ পাওয়ায়, এন শ্রীনিবাসনের মতো দেশের বেশ কয়েক’টি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিরা নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।২০১৫ সালের জানুয়ারিতে যখন সুপ্রিম কোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারের উদ্দেশ্যে লোধা কমিশন তৈরি করেছিল। সেই কমিশনের প্রধান চারটি দাবীর মধ্যে একটি ছিল বয়স ৭০ হয়ে গেলে কেউই ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও পদে থাকতে পারবেন না।

ধো নি অবসর নিলে ‘কেজরিওয়াল’ হতেন গাভাসকর!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *